সংবাদদাতা, পুরুলিয়া : রক্ত ঝরল না, তবে গড়ধামে পুজো হল। এ বছর অযোধ্যা পাহাড়ের শিকার উৎসব বা সেন্দ্রায় কোনও প্রাণী বধ হল না। স্থানীয় মানুষ খুশি। তবে তাঁরা বলছেন, আগে যেমন শিকার বন্ধ করতে হিলটপে সাংস্কৃতিক অনুষ্ঠান হত, এবার তেমন উৎসব করলে ভাল হত। দু বছর করোনার জন্য উৎসব হয়নি। বন দফতর জানিয়েছে, শিকার বন্ধের পাশাপাশি আগত মানুষদের নিরাপত্তা দেওয়াটা মূল লক্ষ্য ছিল। তাই সেভাবে উৎসব করা যায়নি।
আরও পড়ুন-ক্লোরিন গ্যাসে অসুস্থ ১৫, দ্রুত ব্যবস্থা প্রশাসনের
বহুকাল আগে থেকেই অযোধ্যা পাহাড়ে বৌদ্ধপূর্ণিমার দিন শিকার উৎসবে শামিল হন সাঁওতাল শিকারিরা। পাহাড়চুড়োয় গড়ধামে পুজোও দেন। শিকারিদের হাতে নিহত হত শূকর, খরগোশ, হরিণ, বনমোরগ, এমনকী ময়ূরও। কয়েক বছর ধরে শিকার বন্ধ করার চেষ্টা করছে বন দফতর। পূর্ণ সাফল্য এল এবার।
আরও পড়ুন-পথে পরিবেশবান্ধব সিএনজি বাস
অযোধ্যা পাহাড়ের আদিবাসী নেতা অখিল সিং সর্দার বলেছেন, পাহাড়ের আদিবাসীরা এখন শিকারের বিপক্ষে। তারা প্রচারও চালিয়েছে। তার উপর পাহাড়ের লাগোয়া সিমনিতে সম্প্রতি চিতাবাঘের অস্তিত্ব জানা গিয়েছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তিন-চারটি হাতির দল। বনকর্মীদের নজর এড়িয়ে গভীর অরণ্যে ঢুকতে চাননি তাই কেউ। পুরুলিয়ার ডিএফও দেবাশিস শর্মা নিজে পাহাড়ে নজরদারি চালিয়েছেন।
তবে নিয়ম মেনেই গড়ধামে অরণ্যদেবতা বোঙ্গাবুরুর পুজো হয়েছে। সেখানে ভিড় করেন আদিবাসীরা।