রূপশ্রী-দুর্নীতি রুখতে বিয়েবাড়িতে বিডিও

প্রশ্ন উঠতেই সুতি-১ ব্লকের বিডিও পরিদর্শনে নেমে পড়েন। হারুয়া গ্রাম পঞ্চায়েতের উমরপুর গ্রামে বেশ কিছু বিয়েবাড়িতে গিয়ে হাজির হয়ে খতিয়ে দেখেন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি রেয়াত করা হবে না। বেশ কিছুদিন আগে উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠকে মুর্শিদাবাদ জেলায় এসে এভাবেই সবাইকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই মুর্শিদাবাদে কাজে নেমে পড়েছেন জেলাশাসক থেকে বিডিও।

আরও পড়ুন-অযোধ্যা পাহাড়ে হল না শিকার

১০০ দিনের কাজ, স্বাস্থ্যসাথী থেকে খাদ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, সরকারি গৃহ-সহ রাজ্যের সমস্ত জনমুখী প্রকল্পের সুবিধা সর্বস্তরের মানুষ পাচ্ছে কি না, কোনও প্রকল্পের কাজ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতেই মূলত এই বৈঠক হয়। সভায় জেলাশাসক বলেন, ‘আমাদের একটাই পরিচয়, আমাদের একটাই লক্ষ্য, সরকারি নির্দেশিকার মধ্যে থেকেই জেলাকে এক নম্বরে নিয়ে যাওয়া। দুয়ারে সরকার কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আমরা ফের মিটিং করব। তবে দু-তিন ঘণ্টা ধরে নয়। তখন এক ঘণ্টা মিটিং করব।

আরও পড়ুন-ক্লোরিন গ্যাসে অসুস্থ ১৫, দ্রুত ব্যবস্থা প্রশাসনের

বাকি সময় টিম তৈরি করে কোথায় কী উন্নয়নমূলক কাজ চলছে তা ফিল্ডে গিয়ে দেখব। যে কোনও দুর্নীতি, বেনিয়ম মানব না। সুতরাং সে দিকে দৃষ্টি রেখে সবাইকে কাজ করতে হবে।’
রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে বিবাহযোগ্য কন্যারা ২৫ হাজার টাকা পেয়ে থাকেন। আবেদনপত্র ছাড়াও বিয়ের কার্ড ও নথি জমা দিতে হয়। সেই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকছে। তা নিয়ে প্রশ্ন উঠতেই সুতি-১ ব্লকের বিডিও পরিদর্শনে নেমে পড়েন। হারুয়া গ্রাম পঞ্চায়েতের উমরপুর গ্রামে বেশ কিছু বিয়েবাড়িতে গিয়ে হাজির হয়ে খতিয়ে দেখেন।

Latest article