বিজেপি প্রার্থীর আর্থিক প্রতারণা

এমনকী বিধানসভা ভোটের সময় নিজের জন্য পোস্টার, ফেস্টুন, ব্যানারের কাজ করিয়েও তিনি টাকা দেননি বলে অনেকে অভিযোগ তুলছেন।

Must read

সংবাদদাতা, হাওড়া : সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতীদের কাছে থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল হাওড়ার উদয়নারায়ণপুরের এক বিজেপি নেতার বিরুদ্ধে। সুমিতরঞ্জন কাঁড়ার নামের ওই নেতা ২০২১-এর বিধানসভা ভোটে উদয়নারায়ণপুরে বিজেপির প্রার্থী ছিলেন। উদয়নারায়ণপুর, আমতা এলাকার একাধিক বেকার ছেলেমেয়েকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা করে হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

আরও পড়ুন-রূপশ্রী-দুর্নীতি রুখতে বিয়েবাড়িতে বিডিও

কয়েক বছর কেটে গেলেও চাকরি না পেয়ে ওইসব বেকার যুবক-যুবতীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। টাকা ফেরত চেয়ে ওই বিজেপি নেতার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। হাতে পোস্টার, ফেস্টুন, ব্যানার নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন জনের কাছে সরকারি চাকরি পাইয়ে দেবার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই বিজেপি নেতা। কিন্তু তাদের মধ্যে একজনেরও চাকরি হয়নি। টাকাও ফেরত দেননি তিনি। কয়েকজন চেপে ধরলে তাদের তিনি চেক দিলেও তা ব্যাঙ্ক থেকে বাউন্স হয়।

আরও পড়ুন-অযোধ্যা পাহাড়ে হল না শিকার

এমনকী বিধানসভা ভোটের সময় নিজের জন্য পোস্টার, ফেস্টুন, ব্যানারের কাজ করিয়েও তিনি টাকা দেননি বলে অনেকে অভিযোগ তুলছেন। এলাকার বিধায়ক ও তৃণমূলের হাওড়া জেলার চেয়ারম্যান সমীর পাঁজা বলেন, ‘উদয়নারায়ণপুর, আমতার পাশাপাশি হুগলির পুরশুড়া এলাকারও কিছুজনের কাছ থেকে চাকরির টোপ দিয়ে ওই বিজেপি নেতা কয়েক লাখ টাকা করে নিয়েছেন বলে আমার কাছে অনেকে অভিযোগ করেছেন। ঘটনার সিআইডি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও দোষীর ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

Latest article