প্রতিবেদন: বিয়ের সময় স্ত্রীর পাওয়া সোনা, অর্থ এবং অন্যান্য সম্পত্তি পুরোপুরিই স্ত্রীর নিজস্ব। স্ত্রীধন বলতে যা বোঝায়, তাতে কোনও অধিকারই স্বামীর। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কোনও বিশেষ কারণে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে টাকা নেন, তবে অবশ্যই তা স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে যথাসময়ে। এটা স্বামীর নৈতিক কর্তব্য। শুক্রবার এই সংক্রান্ত একটি মামলার শুনানির পরে এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। শুধু তাই নয়, মামলাকারী স্ত্রীকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় শীর্ষ আদালত।
আরও পড়ুন-ব্যালট নয়, ইভিএমেই হবে ভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
কেরলের ঘটনা। এক গৃহবধূর অভিযোগ, বিয়ের সময় উপহার হিসেবে প্রচুর সোনাদানা-গয়নাগাটি উপহার দিয়েছিলেন তাঁর বাবা। সঙ্গে নগদ ২ লক্ষ টাকাও। কিন্তু একটা রাতও কাটেনি। প্রথম রাতেই সব গয়না এবং নগদ স্ত্রীর কাছ থেকে কার্যত হাতিয়ে নেন স্বামী। তারপরে সবকিছুই দিয়ে দেন স্বামীর মাকে। খোঁজখবর নিয়ে নতুন বউ জানতে পারেন, আগে থেকেই বিপুল দেনায় ডুবে ছিল শ্বশুরবাড়ির পরিবার। স্ত্রীর টাকা দিয়েই সেই দেনা শোধ করেছেন স্বামী-শাশুড়ি। বারবার চেয়েও শ্বশুরবাড়ির লোকজনের কাছে টাকা ফেরত না পেয়ে অগত্যা আদালতের দ্বারস্থ হন ওই গৃহবধূ। পারিবারিক আদালত টাকা এবং গয়না ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু স্বামী রাজি না হওয়ায় কেরল হাইকোর্টে মামলা করেন স্ত্রী। হাইকোর্ট কিন্তু বলে, স্ত্রীর গয়না এবং অর্থের অপব্যবহারের কোনও উপযুক্ত প্রমাণ নেই। শেষ পর্যন্ত বিচার চাইতে গৃহবধূ পৌঁছে যান
সুপ্রিম কোর্টে। শুক্রবার ছিল সেই মামলারই শুনানি। শুনানির পরেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিল
শীর্ষ আদালত।