প্রতিবেদন : সল্টলেকের জলসম্পদ ভবনে সেচ ও জলপথ দফতরের এক প্রশাসনিক বৈঠক করলেন সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, সোমবার। সেখানে তিনি প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দিলেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। কোনওরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। কেউ যেন দফতর সম্পর্কে কোনও অভিযোগের আঙুল তুলতে না পারে। কোনও দুর্নীতির খবর পেলেই সংশ্লিষ্ট জনের নামধাম এবং ফোন নম্বর জানিয়ে দিতে হবে। এবং সঙ্গে সঙ্গে তা নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিন দফতরের কাজের এক বিভাগীয় নজরদার কমিটিও গঠিত হয়েছে।
আরও পড়ুন-পুরীতে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত চালক সহ তিন
পাশাপাশি মন্ত্রী দফতরের আধিকারিকদের উদ্দেশে এও বলেন, ‘‘আমি বস হতে আসিনি, সহযোদ্ধা হতে এসেছি। আমরা মিলেমিশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সাকার করব।’’