মুম্বই, ২৭ মার্চ : নমস্তে ইন্ডিয়া। দারুণ খবর দিতে চলেছি। আমি ২০২৩ সালের আইপিএলে যোগ দিতে চলেছি। আমি অত্যন্ত উৎসাহী ও আবেগে ভরপুর একটি দলে যোগ দিতে চলেছি! নিজের ট্যুইটার হ্যান্ডলে এমনই এক ঘোষণা করে চাঞ্চল্য ছড়িয়েছেন স্টিভ স্মিথ।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের হার
কিন্তু কোন দলে যোগ দেবেন স্মিথ? মুম্বই ইন্ডিয়ান্স? নাকি তিনি কমেন্ট্রি প্যানেলে যোগ দেবেন? তাঁকে ঘিরে এহেন জল্পনার মধ্যে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তবে আইপিএলের দশ দলের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের একটি করে বিদেশি স্লট খালি আছে। মুম্বই স্মিথকে নিলে তাদের দলের ব্যাটিং গভীরতা যেমন বেড়ে যাবে, তেমনই প্রথম একাদশ থেকে একজন বিদেশির জায়গা কমে যাবে। এছাড়া আরও কয়েকটি দলে চোট-আঘাতের সমস্যা আছে। তারাও নতুন প্লেয়ারের খোঁজে রয়েছে।
আরও পড়ুন-নাইট অধিনায়ক নীতীশ, অপেক্ষা শ্রেয়সের জন্যও
২০১২-তে প্রথমবার আইপিএলে অংশ নিয়েছেন স্মিথ। এযাবৎ ১০৩টি ম্যাচ খেলে করেছেন ২৪৮৫ রান। আইপিএলে স্মিথের একটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে। ২০২১ আইপিএলে দিল্লি তাঁকে কিনেছিল ২.২০ কোটিতে। স্মিথের শেষ আইপিএল ম্যাচ ছিল শারজায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সব মিলিয়ে ছ’টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ২০২২-এর নিলামে স্মিথ অবিক্রিত ছিলেন। এরপর কোচিতে এবারের মিনি নিলামে স্মিথ অংশ নেননি।
আরও পড়ুন-জ্বলছে তিলজলা, র্যাফ নামাতেই স্তব্ধ তিলজলা
প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। টেস্ট সিরিজ হারলেও অস্ট্রেলিয়া স্মিথের নেতৃত্বে একদিনের সিরিজ জিতেছে ২-১-এ।