প্রতিবেদন : মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট— তিহাড় জেলের ভেতর থেকে মঙ্গলবার কড়া বার্তা দিলেন আপ-সুপ্রিমো। সাংবাদিকদের পড়ে শোনালেন আপ সাংসদ সঞ্জয় সিং। এই বার্তা মনে করিয়ে দিল ‘মাই নেম ইজ খান’ ছবিতে শাহরুখ খানের সেই সংলাপ, ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট এ টেররিস্ট’। কিন্তু আপ-সুপ্রিমোর মুখে হঠাৎ এই বার্তা কেন? আপ-সাংসদ সঞ্জয় সিংয়ের অভিযোগ, জেলের মধ্যে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানও তিহার জেলে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়ে রীতিমতো বিমর্ষ হয়ে পড়েন। তিনিও অভিযোগ জানান, জেলের মধ্যে একজন কুখ্যাত অপরাধীর সঙ্গে যে ব্যবহার করা হয় তার থেকেও খারাপ ব্যবহার করা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাৎপর্যপূর্ণভাবে এরপরেই কড়া এবং দৃঢ় বার্তা কেজরিওয়ালের।
আরও পড়ুন-মোদির মিথ্যাচার ফাঁস করলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর
আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করার পরেই আপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেলে বসেই সরকার চালাবেন আপ-সুপ্রিমো। সেই মতো প্রথমদিন থেকেই জেলের ভেতর থেকে একের পর এক বার্তা পাঠাতে থাকেন কেজরি। কখনও ভিডিও-বার্তা আবার কখনও লিখিত। প্রথমদিন তাঁর লিখিত বার্তা সাংবাদিক বৈঠকে পড়ে শোনান কেজরিপত্নী সুনীতা। এরপর মন্ত্রী অতিশীকে সরকার পরিচালনা সংক্রান্ত নির্দেশ দেন কেজরি। প্রথমে জল এবং পরে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী। মাঝেমধ্যেই জেলের ভেতর থেকে বার্তা পাঠাচ্ছেন কেজরি।
আপ সাংসদ সঞ্জয় সিং মঙ্গলবার ক্ষোভের সঙ্গে বলেছেন, জেলে কাছের মানুষের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীকে। এটা স্পষ্টতই প্রতিহিংসার রাজনীতি। এভাবে আটকে রাখা যাবে না তাঁকে। আরও শক্তিশালী হয়ে উঠবেন তিনি। মঙ্গলবার জেলের ভেতর থেকে পাঠানো বার্তায় সেই দৃঢ়তারই প্রতিফলন দেখা গেল কেজরিওয়ালের মধ্যে।