পোচেস্ট্রুম, ৩০ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ জিতলেন। এবার সিনিয়র টি-২০ বিশ্বকাপ জিততে চান অধিনায়ক শেফালি ভার্মা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় মেয়েদের সিনিয়র টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে। গ্রুপ বি-তে রয়েছে ভারত। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে একই গ্রুপে। শেফালিও খেলবেন এই বিশ্বকাপে। তাই তিনি দ্রুত এই পারফরম্যান্স ভুলে মনোনিবেশ করতে চান সিনিয়র বিশ্বকাপে। পাশাপাশি বিশ্বকাপ জয় তাঁর পাখির চোখ।
আরও পড়ুন-মুকেশ ফেরায় ঘরের মাঠে চনমনে বাংলা, বাংলা বনাম ঝাড়খণ্ড
বিশ্বজয়ের পরে শেফালি বলেন, ‘‘এই বিশ্বকাপ জয় আমাকে আত্মবিশ্বাস জোগাবে সিনিয়র বিশ্বকাপ জিততে। আমি দ্রুত এই সাফল্য ভুলে গিয়ে সিনিয়র দলের সঙ্গে যোগ দিতে চাই। সিনিয়র বিশ্বকাপ জয়ই এখন আমার লক্ষ্য।’’ পাশাপাশি শেফালি আরও বলেন, ‘‘যখন আমি অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত হই তখন আমার একমাত্র লক্ষ্য ছিল অনূর্ধ্ব বিশ্বকাপ জেতা, যেটা আমরা জিতে নিয়েছি।’’
২০২০ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতীয় দল। ওই ফাইনালে হারের ক্ষত নিয়েই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন শেফালি। মেয়েদের বারবার ওই হারের কথা বলেই তাতিয়েছিলেন তিনি। অধিনায়ক বলেন, ‘‘মেলবোর্নে আমরা ম্যাচটা জিততে পারিনি। তাই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগ দিয়েই মেয়েদের বলেছি, বিশ্বকাপ জিততে হবে। ট্রফি জেতার জন্যই আমরা এখানে এসেছি। শেষ পর্যন্ত সফল হতে পেরেছি।’’
আরও পড়ুন-মন্ত্র পড়লেন মহিলা পুরোহিত, ব্যতিক্রমী বিবাহ
অলিম্পকে সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া ফাইনালের আগে শেফালিদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন। মাঠে বসে ফাইনালও দেখেন। জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন নীরজ। এদিকে, আইসিসি যে সেরা একাদশ ঘোষণা করেছে, তাতে ভারতের শেফালি, শ্বেতা ও পার্শভি সুযোগ পেয়েছেন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…