মুকেশ ফেরায় ঘরের মাঠে চনমনে বাংলা, বাংলা বনাম ঝাড়খণ্ড

ওড়িশা ম্যাচে চোট সমস্যায় পড়েছিল বাংলা। আকাশের মাথায় বল লাগে ফিল্ডিংয়ের সময়। তাঁর বদলে কনকাশন সাব হিসাবে ম্যাচে খেলেছেন গীত পুরি

Must read

প্রতিবেদন : ঝাড়খণ্ড ম্যাচের আগে বঙ্গ শিবিরকে আশ্বস্ত করে দলে যোগ দিলেন মুকেশ কুমার। রঞ্জি কোয়ার্টার ফাইনালের জন্য মুকেশকে টি-২০ দল থেকে ছেড়ে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
মুকেশ আসায় বাংলার সিম আক্রমণের শক্তি আরও বেড়ে গেল। তাঁর সঙ্গে আকাশদীপ ও ঈশান পোড়েল মিলে ঝাড়খণ্ডকে ঈষৎ ঘাসের উইকেটে মুশকিলে ফেলতে পারেন। ইডেনে যে উইকেটে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে একদিনের ম্যাচ হয়েছিল, সেখানেই মঙ্গলবার থেকে রঞ্জি কোয়ার্টার ফাইনাল খেলা হবে। এখানে সিমাররা সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন-মন্ত্র পড়লেন মহিলা পুরোহিত, ব্যতিক্রমী বিবাহ

টানা ছয় ম্যাচ জেতার পর ওড়িশার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে হেরেছিল বাংলা। এরপরও অবশ্য মনোজ তিওয়ারিরা ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে নক আউটে পা রেখেছেন। মনোজ এদিন ইডেনে দাঁড়িয়ে বলছিলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালই হয়েছে। এখন শুধু মাঠে নেমে ভাল খেলার প্রশ্ন। আমাদের সব বিভাগই ছন্দে রয়েছে। দল হিসাবে আমরা তাই আত্মবিশ্বাসী।’’
গোটা মরশুম ধরে ওপেনিং সমস্যায় ভুগেছে বাংলা। পরপর অনেককে দিয়ে চেষ্টা হলেও কেউ অভিমন্যু ঈশ্বরণের যোগ্য পার্টনার হতে পারেননি। এই ম্যাচে অনূর্ধ্ব ২৫ দল থেকে ডেকে নেওয়া হয়েছে ওপেনার কাজি জুনেইদ সইফিকে। যিনি জুনিয়র ক্রিকেটে রানের মধ্যে ছিলেন। তিনে সুদীপ ঘরামি, চারে অনুষ্টুপ, পাঁচে মনোজ ব্যাট করতে আসবেন। এরপর নামবেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ।

আরও পড়ুন-ফেসবুক গ্রুপ ফিরিয়ে দিল পাঁচ বছর নিখোঁজ যুবককে

ওড়িশা ম্যাচে চোট সমস্যায় পড়েছিল বাংলা। আকাশের মাথায় বল লাগে ফিল্ডিংয়ের সময়। তাঁর বদলে কনকাশন সাব হিসাবে ম্যাচে খেলেছেন গীত পুরি। আঙুলে চোট পেয়েছিলেন অনুষ্টুপও। তিনি দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি। কোচ লক্ষ্মীরতন শুক্লা এদিন বলছিলেন, ‘‘দলের সবাই মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। প্রথম দিন ভাল শুরু করাই লক্ষ্য আমাদের। এরপর পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। বাংলার হয়ে খেলাটা আমাদের সবার জন্য আবেগের বিষয়। ছেলেরা মাঠে সেরাটাই দিয়ে আসবে।’’

আরও পড়ুন-হাজার মানুষকে বাড়ি-জমির পাট্টা

গ্রুপ ‘সি’-তে রানার্স হয়ে রঞ্জির কোয়ার্টার ফাইনালে উঠেছে ঝাড়খণ্ড। বিরাট সিং এই দলের অধিনায়ক। যিনি ম্যাচে অনেকটাই নির্ভর করছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার সৌরভ তিওয়ারি ও শাহবাজ নাদিমের উপর। বিরাট বলেছেন, ‘‘আমরা কিন্তু এই মরশুমে বেশ ভাল ক্রিকেট খেলেছি। কোয়ার্টার ফাইনালেও সেভাবেই খেলতে চাই। শেষবার বাংলার সঙ্গে কঠিন ম্যাচ হয়েছিল। আমরা হেরে গিয়েছিলাম। এটা বদলার ম্যাচ। আমরা নিজেদের সেরাটা মাঠে দিয়ে আসব।”

Latest article