ফেসবুক গ্রুপ ফিরিয়ে দিল পাঁচ বছর নিখোঁজ যুবককে

ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আড়াডাঙরি গ্রামের। যুবক দুর্গাপ্রসাদ বাসুরি পাঁচ বছর আগে স্থানীয় একটি মেলা থেকে নিখোঁজ হয়ে যায়

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপের সদস্যদের চেষ্টায় পাঁচ বছর নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন এক যুবক। ফেসবুক গ্রুপের এহেন মানবিক উদ্যোগে খুশি যুবকের পরিবার ও সাধারণ মানুষ। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের আড়াডাঙরি গ্রামের। যুবক দুর্গাপ্রসাদ বাসুরি পাঁচ বছর আগে স্থানীয় একটি মেলা থেকে নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুন-হাজার মানুষকে বাড়ি-জমির পাট্টা

বহু খোঁজাখুঁজি করেও খোঁজ না পেয়ে একপ্রকার হাল ছেড়ে দেন। কিন্তু গত ২০ দিন আগে হরিয়ানা রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানায় খবর আসে এলাকার এক যুবক রয়েছে হরিয়ানার একটি আশ্রমে। খবর পেয়ে আড়াডাঙরি গ্রামের কয়েকজন যুবক যোগাযোগ করেন সুবর্ণরৈখিক ভাষাচর্চা বিষয়ক ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের সদস্যদের সঙ্গে। সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপের সদস্যরা যোগাযোগ করেন সুবর্ণরৈখিক ভাষাভাষী কর্মসূত্রে দিল্লির বাসিন্দাদের সঙ্গে। পরে ফেসবুক গ্রুপের দিল্লির সদস্যরা দুর্গাপ্রসাদকে উদ্ধার করে রবিবার বাড়ি পৌঁছে দিলেন।

Latest article