১০০ ভাগ খেলে উঠতে পারিনি, দাবি শুভমনের

Must read

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : চলতি বছরে ৫০ ওভারের ফরম্যাটে ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী শুভমন গিল (Shubman Gill)। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম অর্ধশতরানের ইনিংস-সহ এই বছর পাঁচটি শতরান হাঁকিয়েছেন পাঞ্জাবি ব্যাটার। অসুস্থতার কারণে চলতি বিশ্বকাপে ভারতের প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি শুভমন। কিন্তু মাঠে ফিরেই নিজের ব্যাটিং ছন্দ ধরে রেখেছেন। ইংল্যান্ড ম্যাচের আগে শুভমনের বার্তা, তাঁর ১০০ শতাংশ দক্ষতা এবং ব্যক্তিত্ব এখনও দেখা যায়নি। শুধু দেশের জার্সি গায়েই নয়, আইপিএলের মঞ্চেও এবার রানের ফুলঝুরি ছুটিয়েছেন শুভমন (Shubman Gill)। আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্সের হয়ে ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন ভারতীয় দলের তরুণ ওপেনার। টেস্ট, ওয়ান ডে, টি ২০— তিন ফরম্যাটেই দুরন্ত ছন্দে গিল। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি যখন স্বাভাবিক ছন্দে ব্যাট করি, তখন আমি সবসময় নিজের মধ্যে থাকি। যখনই আমি বড় ইনিংস খেলি, তখন মানুষ আমার ৯০ শতাংশ দেখে জানতে পারে যে, আমি কে! মনে করি, আমার দক্ষতা ও ব্যক্তিত্বের ১০০ শতাংশ এখনও দেখা যায়নি।’’ নিজের যুক্তির ব্যাখ্যা দিয়ে শুভমন যোগ করেন, ‘‘আমি যখন ১০০ শতাংশ বলি তা পারফরম্যান্সের ক্ষেত্রে নয়। বরং এটা আমার নিজের খেলার প্রেক্ষিতে এবং আমি কী করতে পারি। এই কারণেই নিজেকে ভিন্ন স্তরে নিয়ে যাই। এটা শুধু বড় স্কোর করার বিষয়ে নয়। পরবর্তীতে কী ঘটবে বা ঘটতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হয়।’’

আরও পড়ুন- গাজায় নয়া মারণাস্ত্র? পণবন্দিদের তথ্য জানতে লিফলেট বিলি করল সেনা

Latest article