অভিষেক ঘোষ। দক্ষিণ দিনাজপুর,বালুরঘাট ১১নং ওয়ার্ড
“আমি ডাকবাংলো পাড়ায় থাকি। বালুরঘাট কলেজ থেকে ইংরেজিতে স্নাতক। বাবা মারা যাওয়ার পর থেকে গৃহশিক্ষকতা করেই সংসার চালাই। কিন্তু চাকরি-বাকরির পরীক্ষা যে দেব, তার আর্থিক সামর্থ্য ছিল না। তাই পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পে আবেদন জানিয়েছিলাম। যার পর আমি ২০১৪ সাল থেকে যুবশ্রী প্রকল্পের টাকা নিয়মিত পাচ্ছি। এই টাকা দিয়ে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আবেদন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে খরচ করেছি। আশা করছি, এবার কোনও না কোনও চাকরি পেয়ে যাবো। শুনেছি, রাজ্যে আমার মতো অনেক যুবক-যুবতী এই প্রকল্পের অধীনে টাকা পাচ্ছেন, সহায়তা পাচ্ছেন। যুবশ্রী প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন-হ্যাকিংকাণ্ড নিয়ে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলায় গঠন হল তদন্ত কমিশন