মর্মান্তিক! আমার জীবনে এত বড় রেল দুর্ঘটনা দেখিনি। বালেশ্বরে দাঁড়িয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ দোলা সেনের। দুর্ঘটনার খবর পেয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি রাজ্যের তরফে বিশেষ টিম পাঠিয়ে দেন দুর্ঘটনাস্থলে। শুক্রবার রাতেই প্রতিনিধি হিসেবে বালেশ্বরে পৌঁছন তৃণমূল সাংসদ দোলা সেন ও রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। চোখের সামনে মৃত্যুমিছিল দেখে বিহ্বল দুই প্রতিনিধি। দোলা সেনের কথায়, এই ভয়ঙ্কর দুর্ঘটনার অভিঘাত এভাবে চাক্ষুষ করার পরও বিশ্বাস হচ্ছে না এমন হতে পারে! রেলযাত্রীরা অসহায় উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বতোভাবে ওড়িশা সরকারের পাশে দাঁড়িয়েছে বাংলা। শনিবার দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রতিনিধিরা বলেন, যাঁরা বেঁচে আছেন তাঁদের সঠিক চিকিৎসার দিকে নজর দেওয়াই এই মুহূর্তে প্রধান কাজ। করমণ্ডল এবং হামসফর এক্সপ্রেস— এই দুটি ট্রেনেই প্রচুর বাঙালি যাতায়াত করেন। সেক্ষেত্রে মৃত এবং আহতের সংখ্যাটা শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবলেই ভয় হচ্ছে।
আরও পড়ুন- ‘দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব’ আহতদের সঙ্গে দেখা করে বার্তা মুখ্যমন্ত্রীর