‘দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব’ আহতদের সঙ্গে দেখা করে বার্তা মুখ্যমন্ত্রীর

আজ শনিবার সকালে কপ্টারে করে ওড়িশার বালেশ্বরে (Balasore) যান বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (

Must read

আজ শনিবার সকালে কপ্টারে করে ওড়িশার বালেশ্বরে (Balasore) যান বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। যদিও কাল রাতেই রাজ্যের একটি প্রতিনিধি দলকে সেখানে পাঠিয়েছেন তিনি। বালেশ্বর হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে তিনি কথা বলেন তাঁদের সঙ্গে। এরপর সোজা চলে যান দুর্ঘটনাস্থলে।

আরও পড়ুন-রাজনৈতিক শিষ্টাচারের প্রতীক, রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর সামনেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’মনে হয় রেলের সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন।’ তিনি এই দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেন। তিনি আরও বলেন,’কিছু একটি নিশ্চয়ই হয়েছে। সঠিক তদন্ত করা হোক।’ তিনি রেলমন্ত্রীর কাছে মৃতের সংখ্যাও জানতে চান।

আরও পড়ুন-পরিস্থিতি জানতে নবান্নের তরফে কন্ট্রোল রুমে নজর

দুপুর ১টা ২৪ নাগাদ মুখ্যমন্ত্রী জেলাশাসককে নিয়ে পৌঁছে যান টাউন হলে। সেখানে আহতদের সঙ্গে দেখা করেন তিনি। আজ বালেশ্বর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে মমতা বলেন, ‘দেখা হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলব।’

আরও পড়ুন-Balasore: ‘বালেশ্বরের হাসপাতালে জায়গা না হলে, আহতদের কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করবেন’ বালেশ্বরে পৌঁছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত রেল দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং তুলনামূলক ভাবে কম আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আহতদের কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা বলেন মমতা। তিনি বলেন,’বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাঁরা আহত হয়েছেন দরকার হলে তাঁদের কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করাব।’

Latest article