পরিস্থিতি জানতে নবান্নের তরফে কন্ট্রোল রুমে নজর

ত্রাণ ও উদ্ধারের কাজে ওড়িশার সঙ্গে হাত মিলিয়ে মুখ্যসচিব সব জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।

Must read

ওড়িশায় (Orissa) এই ঘটনায় বাংলার বহু যাত্রী ছিলেন অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে (Coromandal express)। উদ্ধারকাজ চলছে আর বেরিয়ে আসছে মৃতদেহ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকে। অনেকেই আত্মীয়ের খোঁজ পাচ্ছেন না। বাংলার বেশ কয়েকটি গ্রামে উদ্বেগ আর উৎকন্ঠার চিত্র প্রকট। এই পরিস্থিতিতে তৎপর হল রাজ্য প্রশাসন। ঘটনার পরই কন্ট্রোল রুম খোলা হয়েছে। নবান্নের তরফে জেলাগুলি থেকে নির্দিষ্ট সময় অন্তর খবর নেওয়া হচ্ছে ।

আরও পড়ুন-Balasore: ‘বালেশ্বরের হাসপাতালে জায়গা না হলে, আহতদের কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করবেন’ বালেশ্বরে পৌঁছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঘটনার পরই নবান্ন থেকে একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নম্বর হল 033-22143526 ও 033-22145185। সিনিয়র আইএএস অফিসাররা ২৪ ঘণ্টা সেখানে উপস্থিত থেকে সেই কন্ট্রোল রুম সামলাচ্ছেন।

আরও পড়ুন-‘ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত’ ক্ষোভপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রতি এক ঘণ্টায় পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমান তথ্য সংগ্রহ করা হচ্ছে ব্লক ও জেলাস্তরের অফিস থেকে।

শুক্রবার বালেশ্বরে পৌঁছেছেন এ রাজ্যের সিনিয়র আইএএস অফিসারেরা। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং একজন এসডিপিও সহ একটি বিশেষ দল। শুক্রবার রাত থেকে তারা বালেশ্বরে ক্যাম্প করছেন। বাংলার যাত্রীদের সাহায্য করা হচ্ছে।

আরও পড়ুন-সাক্ষীদের পাশে দাঁড়াল দুর্গাপুর

শনিবার বাংলা থেকে পাঠানো হয়েছে ৩৪ জন চিকিৎসক, ১০টি বাস, ২০টি মিনি-ট্রাক এবং ৭০টি অ্যাম্বুলেন্স। পুলিশের দুটি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও বালেশ্বর যাচ্ছে। ত্রাণ ও উদ্ধারের কাজে ওড়িশার সঙ্গে হাত মিলিয়ে মুখ্যসচিব সব জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন।

Latest article