অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগ করিনি, বললেন শতাব্দী

Must read

প্রতিবেদন : অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগই করিনি। স্পষ্ট জানিয়ে দিলেন শতাব্দী রায় (Anubrata Mondal- Shatabdi Roy)। সোমবার খবর ছড়ায় অনুব্রত মণ্ডলকে দেওয়া চার্জশিটে সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম রয়েছে। বেশ কিছু মিডিয়া বিভ্রান্তি ছড়াতে নেমে পড়ে। এ প্রসঙ্গে শতাব্দী বলেন, এজেন্সি কেন আমার নাম দিয়েছে বলতে পারব না। এটুকু বলতে পারি অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগ আমি করিনি। তথ্য দেওয়ারও প্রশ্ন নেই। সিবিআইয়ের অফিসাররা একটি টেলিফোন নম্বর দিয়ে আমাকে বলেন, এই নম্বরে কথা হয়েছে কি না? প্রত্যুত্তরে বলি ওই নম্বর আমি ব্যবহার করি না। নম্বরটি বোলপুরে আমার সহকারীর কাছে থাকে। তিনিই এটা ব্যবহার করেন। কোনও কর্মসূচি থাকলে জেলা সভাপতি সাংসদকে চাইতে পারেন এবং সে নিয়ে আমার সহকারীর সঙ্গে কথা হতেই পারে। শতাব্দী জানান, এর বাইরে সিবিআইয়ের সঙ্গে তাঁর কোনও কথা হয়নি। কোনও বয়ান রেকর্ড করা হয়নি বা ভিডিও হয়নি। ওরা কী কারণে আমার রেখেছেন ওরাই বলতে পারবেন। কোর্টে সাক্ষী হিসেবে ডাকা হলে স্পষ্ট জানিয়ে দেব অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal- Shatabdi Roy) বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই।

আরও পড়ুন-কড়া জবাব তৃণমূল কংগ্রেসের, শকুনের রাজনীতি বিরোধীদের

Latest article