খেলা

আমি ভেবেছিলাম লর্ডসই শেষ, বিদায়বেলায় স্মৃতিমেদুর ওয়ার্নার

সিডনি, ১ জানুয়ারি : বছরের শেষ দিনে বড় চমক দিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা আগেই ঘোষণা করেছিলেন বাঁ হাতি অস্ট্রেলীয় ওপেনার। সোমবার একদিনের ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। তবে ওয়ার্নার এটাও জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দরকার হয়, তাহলে ভেবে দেখবেন।
বুধবার সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন ওয়ার্নার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (David Warner) জানান, ‘‘পরিবারকে সময় দেওয়া প্রয়োজন। তাই একদিনের ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপ চলকালীন এই কথা একবার বলেছিলাম। ভারতের মাটিতে কাপ জেতা অসাধারণ কৃতিত্ব। পঞ্চাশ ওভারের ফরম্যাট থেকে নতুন করে পাওয়ার কিছুই নেই। তাই অবসর নিয়ে গোটা বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে খেলব।’’ ওয়ার্নার আরও বলেন, ‘‘২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদি ততদিন ভাল ফর্মে থাকি বা খেলার সঙ্গে যুক্ত থাকি এবং যদি অস্ট্রেলিয়ার আমাকে দরকার হয়, তাহলে আবার এই ফরম্যাটে ফিরতেও পারি।’’ প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালই ওয়ার্নারের শেষ একদিনের ম্যাচ। পঞ্চাশ ওভারের ফরম্যাটে দেশের হয়ে ১৬১টি ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ সেঞ্চুরি-সহ মোট ৬,৯৩২ রান করেছেন।
পাশাপাশি বিদায়ী টেস্টের আগে আবেগে ভেসে গিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘‘আমার ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল। তাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই বলেছিলাম, সিডনিতে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলব। কিন্তু সত্যি কথা বলতে কী, অ্যাসেজ চলাকালীন মনে হয়েছিল লর্ডসেই সম্ভবত নিজের শেষ টেস্ট খেলতে চলেছি।’’ কেন তিনি এমনটা ভেবেছিলেন, তার ব্যাখ্যা করে ওয়ার্নার বলেছেন, ‘‘দল হারছে এবং আমি নিজেও ব্যর্থ হচ্ছি, এটা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন হত।’’ প্রসঙ্গত, ওয়ার্নার লর্ডস টেস্টে কঠিন পরিস্থিতিতে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
মাঝে বল বিকৃতি কাণ্ডে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছিল ওয়ার্নারকে। এই প্রসঙ্গে অস্ট্রেলীয় তারকার বক্তব্য, ‘‘ওই ঘটনাকে পিছনে ফেলে এসেছি।’’ তিনি আরও বলেন, ‘‘২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে একটা সেশনেই সেঞ্চুরি করেছিলাম। আমার মতে ওটাই টেস্টে আমার সেরা ইনিংস। শেষ টেস্টও খেলছি পাকিস্তানের বিরুদ্ধে। সিডনিতে জিতে মাঠ ছাড়তে চাই।’’

আরও পড়ুন- ইউনাইটেড কাপ জিতে বছর শুরু জকোভিচের

Jago Bangla

Recent Posts

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

43 seconds ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

15 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

51 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

59 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago