‘আমি দশ বছর কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করেছিলাম’ ক্ষোভ দেবের

জল্পনা, কানাঘুষো অনেকদিন ধরেই চলছিল। কোন একটা কারণে রাজনীতির প্রতি বিরূপ মনভাব দেখাচ্ছিলেন অভিনেতা সাংসদ দেব

Must read

জল্পনা, কানাঘুষো অনেকদিন ধরেই চলছিল। কোন একটা কারণে রাজনীতির প্রতি বিরূপ মনভাব দেখাচ্ছিলেন অভিনেতা সাংসদ দেব (Deb)। কিন্তু আজকের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পর দেব জানিয়ে দিয়েছেন রাজনীতির ময়দান তিনি ছাড়ছেন না। আজ সরকারি পরিষেবা প্রদানের এক মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা গেল ঘাটালের সাংসদ দেবকে। সেখানে দেব ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ খুললেন এবং নিজের অবস্থান স্পষ্ট করে বললেন, তিনি দশ বছর ধরে কেন্দ্রকে বিশ্বাস করেছেন, এবার তিনি ‘দিদি’র উপর বিশ্বাস রাখলেন। লোকসভা ভোটে ঘাটালে যেই জিতুক, মুখ্যমন্ত্রীর হাত ধরে যেন ঘাটাল মাস্টারপ্ল্যানের স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেই বিষয়ে নিশ্চিত করতে চাইলেন তিনি।

আরও পড়ুন-‘‌পাঁচ লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ হবে’‌, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন তারকা সাংসদ দেব বলেন, ‘আমি দশ বছর কেন্দ্রীয় সরকারকে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম, তারা সহযোগিতা করবে। কিন্তু তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপর রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপর রাখলাম। আমার বিশ্বাস, ২০২৪ সালের পর রাজ্য সরকার সেটা দায়িত্ব নিয়ে পালন করবে। আমার বিশ্বাস, ঘাটালের দীর্ঘদিনের সমস্যা কাটাতে ঘাটাল মাস্টারপ্ল্যানের স্বপ্নটা আর স্বপ্ন থাকবে না, সেটা এবার সত্যি হতে চলেছে।’

আরও পড়ুন-সন্দেশখালি নিয়ে কড়া অবস্থান মুখ্যমন্ত্রীর, রাজ্যপালের সফর নিয়েও সরব

রাজনীতি ছাড়ার প্রসঙ্গে দেব জানিয়ে দিলেন, ‘আমি পরিষ্কার কথা বলতেই ভালবাসি। আমি ঘাটালের মানুষের জন্যই আবার ফিরলাম। আমি ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্যই আবার ফিরলাম ঘাটালে। আমি দশ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়েছি, যাতে ওরা ঘাটাল মাস্টারপ্ল্যানে অনুমোদন দেয়। কিন্তু ওরা করেনি।’

 

Latest article