ম্যাচ ফিট হয়েই দলে ফিরে আসতে চাই

আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম বিবেচনা না করার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন হার্দিক পাণ্ডিয়া! শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, পুরোপুরি ফিট হওয়ার পরেই জাতীয় দলে ফিরতে চান।

Must read

নয়াদিল্লি, ২৮ নভেম্বর : আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম বিবেচনা না করার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন হার্দিক পাণ্ডিয়া! শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, পুরোপুরি ফিট হওয়ার পরেই জাতীয় দলে ফিরতে চান।
টি-২০ বিশ্বকাপের পর জাতীয় দল থেকে ছিটকে গিয়েছেন হার্দিক। তারকা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তিনি। বিসিসিআই সূত্রের খবর, হার্দিককে দ্রুত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিতে বলা হয়েছে। সেখানে আপাতত রিহ্যাব করতে হবে তাঁকে।

আরও পড়ুন-প্রথম অ্যাওয়ে জয় বার্সেলোনার লা-লিগা

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা এই প্রসঙ্গে বলেছেন, ‘‘হার্দিক নিজেই অনুরোধ করেছে। আপাতত যেন ওর নাম বিবেচনা করা না হয়। ওর লক্ষ্য পুরোপুরি ফিট হয়ে জাতীয় দলে ফেরা। তাই বোর্ডের নির্দেশ মেনে এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করতে চায়।’’ তিনি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘সম্পূর্ণ ফিট হয়ে হার্দিক কবে জাতীয় দলে ফিরবে, তা এই মুহূর্তে বলা কঠিন। আশা করি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ও ফিট হয়ে উঠবে।’’ প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন-রাহানে-পূজারার পাশে ব্যাটিং কোচ

বিসিসিআই সূত্রের খবর, হার্দিক নিজে থেকে সরে না গেলেও, দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর জায়গা হত না। এই মুহূর্তে জাতীয় নির্বাচক কমিটি হার্দিকের বদলে তরুণ অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের ওপর আস্থা রাখছেন।

Latest article