প্রতিবেদন : ভারতীয় প্র্যাকটিসে প্রথম দিন তিনি বেশ নার্ভাস ছিলেন। কোচ রাহুল দ্রাবিড় তাঁকে স্বাগত জানান। ইডেনে অভিষেক ম্যাচে দুই উইকেট নেওয়ার পর বললেন রবি বিষ্ণোই।
চাহাল টিভিতে যুজবেন্দ্র চাহালের সঙ্গে কথোপকথনে যোধপুরের লেগস্পিনার বলেন, ‘সবাই স্বপ্ন দেখে দেশের হয়ে খেলার। আমি যখন ভারতীয় দলের প্র্যাকটিসে প্রথম পা রাখি, বেশ নার্ভাস ছিলাম। দ্রাবিড় স্যার আমাকে স্বাগত জানান। সিনিয়রদের সঙ্গে প্র্যাকটিসের ব্যাপারটা আমি খুব উপভোগ করেছি। অনেক কিছু শিখেছি প্র্যাকটিসে। এটাই দলের জন্য কাজে লাগাতে চাই।’
আরও পড়ুন-ঈশানের গেম টাইম বাড়াতে চান রোহিত
দলের সিনিয়র লেগস্পিনার চাহাল বুধবার ইডেনে রবির হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দিয়েছিলেন। যা পেয়ে কার্যত হাওয়ায় উড়তে শুরু করেছিলেন যোধপুরের তরুণ। তিনি চাহালকে বলেন, ‘ইন্ডিয়া ক্যাপ পাওয়ার সময় দারুণ লাগছিল। এটা আরও স্পেশ্যাল ছিল এই কারণে যে, সেটা পেয়েছিলাম যুজবেন্দ্র চাহালের হাত থেকে। আমি একটা সুযোগ পেয়েছি, তাই মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’ প্রথম ম্যাচে তাঁর কী পরিকল্পনা ছিল, তা-ও জানিয়েছেন রবি। তার কথায়— ‘পরিকল্পনা ছিল ঠিক লেংথ ও নিশানায় বল করব। আর ব্যাটসম্যানদের শট নেওয়ার জায়গা দেব না।’ প্রসঙ্গত, ভারত অধিনায়ক রোহিত শর্মা রবির বোলিংয়ের প্রশংসা করেছেন। একা রোহিত নন, রবির প্রশংসায় পঞ্চমুখ অনেকেই।