ঈশানের গেম টাইম বাড়াতে চান রোহিত

কে এল রাহুল না থাকলে এখন সুযোগ পাচ্ছেন ঈশান। শুরুতে আসছেন। রোহিত বলেছেন, ঈশানকে ওপেন করলে স্ট্রাইক রোটেট করতে হবে।

Must read

প্রতিবেদন : ৪২ বলে ৩৫। ইডেনে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ঈশান কিশানকে তাঁর মতো লাগেনি। কিন্তু তাতে সমস্যা নেই। দল তাঁর পাশেই আছে। ঈশানকে আরও গেম টাইম দেওয়ার কথা বলেছেন রোহিত শর্মা।
আইপিএলে পনেরো কোটি দর পাওয়া পাটনার ছেলের দিকে এখন অনেকের নজর। বিহারে ম্যাচ খেলার সুযোগ ছিল না বলে চলে এসেছিলেন ঝাড়খণ্ডে। খুব দ্রুত নজরে পড়ে যান ঝাড়খণ্ড ক্রিকেট কর্তাদের। মহেন্দ্র সিং ধোনিরও। আর পিছন ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন-তীর্থ করাবে রেল, থামবে বোলপুরেও

রোহিত বলছেন ঈশানের সঙ্গে তাঁর ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে। তিনি বুঝতে পরছেন, এই তরুণের উপর এখন অনেক চাপ রয়েছে। ‘আমি ওর সঙ্গে অনেকদিন ধরেই কথা বলছি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মিডল অর্ডারে নামত। কিন্তু ওটা ওর জায়গা ছিল না। চেন্নাইতে স্লো উইকেটে সেটা লক্ষ্য করেছিলাম। ম্যাচে রান তুলতে পারছিল না। আমরা ওর কনফিডেন্স বাড়ানোর চেষ্টা করেছিলাম। যাতে মাঝে একটা বাউন্ডারি অন্তত মারতে পারে।’ বলেছেন রোহিত।

আরও পড়ুন-সাতবার পুরজয়ের পথে জিম্মি

কে এল রাহুল না থাকলে এখন সুযোগ পাচ্ছেন ঈশান। শুরুতে আসছেন। রোহিত বলেছেন, ঈশানকে ওপেন করলে স্ট্রাইক রোটেট করতে হবে। আর কিছু গেম টাইম পেলেই অনেক এগিয়ে যাবে। এরপর রোহিত আরও যোগ করেছেন, ‘নীল জার্সি পরে ভারতের হয়ে খেলা খুব চাপের। এখন আমাদের কাজ হল এটাই যে যখনই ঈশান ম্যাচে নামবে, ওকে মনের দিক থেকে স্বস্তিতে থাকার সুযোগ দেওয়া।’

Latest article