পোর্ট অফ স্পেন, ২৪ জুলাই : অভিষেক টেস্ট খেলতে নেমেই সবার প্রশংসা কুড়িয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। পোর্ট অফ স্পেনে কির্ক ম্যাকেঞ্জিকে আউট করে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেয়েছিলেন ডানহাতি ভারতীয় পেসার। সেই সময় সবার আগে ছুটে এসে তাঁকে জড়িয়ে ধরেছিলেন বিরাট কোহলি। বিবিসিআই টিভিতে সেই মুহূর্তের অনুভূতি সতীর্থ মহম্মদ সিরাজের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুকেশ।
আরও পড়ুন-ডেঙ্গি আক্রান্ত হয়ে নাবালিকার মৃত্যু কলকাতায়
তিনি বলেন, ‘‘প্রথম টেস্ট উইকেট নেওয়ার পর বিরাট ভাই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। সেটা ছিল আমার কাছে অবিশ্বাস্য একটা মুহূর্ত। এতদিন টিভির পর্দায় যার খেলা দেখেছি, সেই কিনা আমাকে জড়িয়ে ধরেছে! ওই মুহূর্তটা আজাবীন মনে থাকবে।’’ মুকেশ আরও বলেন, ‘‘যখন আমাকে বলা হয়েছিল, তুমি এই টেস্টে খেলছ। চমকে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছুটা ধাতস্থ হওয়ার পর টিম মিটিংয়ে যোগ দিই। তবে খেলি বা না খেলি, সব সময় নিজেকে তৈরি রাখি। ঠিক করেছিলাম মাঠে নেমে নিজের সবটা নিংড়ে দেব।’’
অধিনায়ক রোহিত শর্মাও যে তাঁকে সাহস জুগিয়েছিলেন, তা অকপটে জানিয়েছেন মুকেশ। তাঁর বক্তব্য, ‘‘রোহিত ভাই আমাকে বলেছিল, এটা এমন পিচ নয় যে খুব সহজেই উইকেট তুলতে পারবে। বরং উইকেট নেওয়ার জন্য খাটতে হবে। আমিও তাই নিখুঁত লাইন ও লেংথের উপর জোর দিয়েছিলাম। অপেক্ষায় ছিলাম, ব্যাটাররা কখন ভুল করে।’’