প্রতিবেদন : ডায়মন্ড হারবারবাসীর কাছে আমি কখনও ভোট চাই না। আজও চাইব না। শুধু আপনাদের কাছে ৪ লক্ষের ব্যবধান চাইব। শনিবার নিজের সংসদীয় এলাকায় রোড-শো শেষে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রী যদি ডায়মন্ড হারবারে ১০০টা সভাও করেন তবুও ৪ লক্ষের ব্যবধানে জেতা আটকাতে পারবেন না। তাঁর সংযোজন, আপনার সিবিআই আছে, ইডি আছে, সংবাদমাধ্যম আছে, কিন্তু আমার কাছে মানুষ আছেন। তাঁদের ভালবাসা আছে। ডায়মন্ড হারবারের মানুষ জানেন, ২০১৪ থেকে কী কাজ এখনও পর্যন্ত আমি করেছি। উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, গত ১০ বছরে ডায়মন্ড হারবারে ৫,৫৮০ কোটি টাকার কাজ হয়েছে। আগামী ১০ বছরে ১০ হাজার কোটি টাকার কাজ হবে। প্রতি বছর ১ কোটি টাকার কাজের লক্ষ্যমাত্রা রেখেছি। তিনি বলেন, ৪১টি লোকসভা কেন্দ্রেই দলের হয়ে প্রচারে যেতে হচ্ছে। কিন্তু আগামী ২৩ থেকে ৩০ তারিখ পর্যন্ত ডায়মন্ড হারবার ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে থাকব। অন্য কোথাও যাব না। আর ১ জুন ভোটের দিন আমি আমতলায় থাকব। ভোটের দিন আমি বুথে যাই না। তাতে মানুষের অসুবিধা হয়। ওই দিন মানুষ উৎসবের মেজাজে ভোট দেবেন।
আরও পড়ুন- সিঙ্গাপুরের ছবি ব্যবহার করে অপপ্রচার বিজেপির, তুলোধোনা তৃণমূলের
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ভোট ঘোষণা হওয়ার একমাস পর প্রার্থী দিয়েছে বিজেপি। কী অবস্থা ভাবুন! প্রার্থী খুঁজে না পেলে কি আমার দোষ? চাইলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, ইডি-সিবিআই ডিরেক্টর যে কেউ প্রার্থী হতে পারেন আমার বিরুদ্ধে। কিন্তু আমাকে হারানো অত সহজ নয়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার মানুষের হৃদয়ে আকাশে-বাতাসে রয়েছে। তাকে সরানো সহজ নয়। ঝড়ে-তুফানে, কোভিডের দুঃসহ সময়ে কোথায় ছিল বিজেপি-সিপিএম? মানুষের পাশে ছিল একমাত্র তৃণমূল কংগ্রেস। আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই দুঃখে-বিপদে মানুষের পাশেই থাকবে।