অধীরকে খাড়্গের কড়া বার্তা, জোট-ধর্ম পালন করুন নইলে দলের বাইরে যান

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া জোট নিয়ে দল কী সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত করবে কংগ্রেস হাইকমান্ড, অধীররঞ্জন চৌধুরী (Mallikarjun Kharge- Adhir Chowdhury) নন। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই চূড়ান্ত। তৃণমূল কংগ্রেস এই জোটের সঙ্গেই আছে। কেউ যদি সেই সিদ্ধান্ত মানতে না পারেন তাহলে তাঁকে সরে যেতে হবে। শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে কড়া ভাষায় এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge- Adhir Chowdhury)। সেই সঙ্গে বিজেপি-বিরোধী জোটের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করায় অধীরকে ধুয়ে দিলেন খাড়্গে। তিনি বলেন, অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেব আমরা, কংগ্রেস পার্টি রয়েছে, কংগ্রেস হাইকম্যান্ড রয়েছেন। জোটের ক্ষেত্রে আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই সঠিক হবে। তারপর আরও একধাপ এগিয়ে কড়া ভাষায় তিনি বলেন, অধীর চৌধুরী যদি এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে না পারেন তাহলে তাঁকে দলের বাইরে যেতে হবে। ভোটের পর কেন্দ্রে সরকার গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পাওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পরও বাংলায় তৃণমূল-বিরোধিতা চালিয়ে যাচ্ছিলেন অধীর চৌধুরী। যা নিয়ে এতদিন স্পষ্ট করে কিছু না বললেও কংগ্রেস হাইকমান্ড অধীরের এই ভূমিকা ভাল চোখে দেখছে না তা এদিন সাফ জানিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়্গে। লোকসভা নির্বাচন শুরুর আগে থেকেই প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির বিরুদ্ধে একটিও কথাও বলেননি। উল্টে তিনি তৃণমূল-বিরোধিতা চালিয়ে গিয়েছেন। রাজ্যে জোট করতে দেননি। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোটে আছে। ভোটের পর সরকার গড়তেও তিনি জোটকে সমর্থন জানাবেন। তৃণমূলনেত্রী এই কথা বলার পরই প্রদেশ কংগ্রেস সভাপতি প্রকাশ্যে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারপরই নাম করে অধীরকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটে থাকার বার্তা বাকি শরিক নেতাদের আশ্বস্ত করেছে তা মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেই স্পষ্ট হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে খাড়্গে এদিন বলেন, প্রথমে উনি বলেছিলেন যে বাইরে থেকে সমর্থন করবেন। আগেও এরকম হয়েছে, অনেক দল বাইরে থেকে আমাদের সমর্থন করেছিল। ২০০৪ সালে যখন ইউপিএ সরকার গঠন হয়েছিল তখন বামেরা বাইরে থেকে সমর্থন জানিয়েছিল। সম্প্রতি উনি বলেছেন যে, জোটের সরকার গঠিত হলে তিনি সরকারে যুক্ত হবেন। ফলে স্বাভাবিকভাবে জোটের সঙ্গেই তিনি আছেন এটা স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন- ৪ লক্ষ ভোটের ব্যবধান চাইব আপনাদের কাছে

Latest article