নতুন বছরের দ্বিতীয় দিনে একগুচ্ছ কর্মসূচিসহ দু’দিনের সফরে ত্রিপুরায়(Tripura) পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন আগরতলা বিমানবন্দরে নেমেই খয়েরপুরে চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেন অভিষেক। পুজো সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে(BJP) আক্রমণ শানালেন তিনি। পাশাপাশি এটাও জানিয়ে দেন যুদ্ধক্ষেত্র থেকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল।
আরও পড়ুন-এই মুহূর্তে ভারতই টেস্টের এক নম্বর দল, বললেন মর্কেল
চতুর্দশ দেবতার মন্দিরে পুজো সারার পর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মাত্র তিন মাস আগে সংগঠন শুরু করে ত্রিপুরাতে ২০ শতাংশের বেশি ভোট পেয়েছি আমরা। নির্বাচনের এখনো এক বছর বাকি আছে। যুদ্ধক্ষেত্র থেকে এক ইঞ্চি জমি তৃণমূল ছাড়বে না।” পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “যারা নিজেদেরকে হিন্দুধর্মের ধারক-বাহক বলে মনে করে এদের সংস্কৃতি দেখুন, আমি এখানে পুজো দিতে এসেছি অথচ এখানে ডিজে চালানো হচ্ছে। আসলে বিপ্লব দেব রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর তার নেতৃত্বে হার্মাদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। মানুষের উপর অত্যাচার ও দুয়ারে গুন্ডা মডেল চলছে এখানে। তবে এটা বেশিদিন চলবে না এখানে ‘দুয়ারে সরকার’ হবে।”
আরও পড়ুন-সতর্ক রাজ্য কড়া ব্যবস্থার পথে, স্থগিত দুয়ারে সরকার শিবির ও স্টুডেন্ট ডে’র অনুষ্ঠানও আপাতত নয়
শুধু তাই নয়, উন্নয়নকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গ মডেল তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অভিষেক বলেন, “ত্রিপুরাতে কোনরকম উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাট মরণ ফাঁদে পরিণত হয়েছে। কটা বিশ্ববিদ্যালয় হয়েছে? কটা মেডিকেল কলেজ হচ্ছে? লড়াই করতে হলে উন্নয়নের মডেলে লড়াই হোক। বিরোধীদের ওপর গুন্ডা দিয়ে হামলা চালিয়ে নয়। বিজেপি সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রিপোর্ট কার্ড আনুন, পশ্চিমবঙ্গে কী উন্নয়ন হয়েছে আমরা রিপোর্ট কার্ড আনব। দেখি কারা কত কাজ করেছে।”
আরও পড়ুন-আজ অভিষেকের মিশন ত্রিপুরা শুরু
উল্লেখ্য, রবিবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগরতলায় পা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে এদিন তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা কর্মী সমর্থক। সেখান থেকে চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেন তিনি। মন্দির চত্বরে ভিড় জমান প্রচুর তৃণমূল সমর্থক। অভিষেকের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরার তৃণমূলের শীর্ষনেতা সুবল ভৌমিক ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…