সুমন পণ্ডিত, ঝাড়গ্রাম: জঙ্গলমহল মণিপুর হবে না, ঝাড়গ্রামে আদিবাসী দিবসের মঞ্চ থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আসার পথ চেয়ে বসেছিল গোটা জঙ্গলমহল। অপেক্ষার শেষে বুধবার তিনি এলেন, সঙ্গে দিলেন শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা। সেই সঙ্গে বিজেপির বিপদ নিয়ে সতর্ক কররে দিলেন। কীভাবে বিজেপি জঙ্গলেমহলে অশান্তি ছড়ানোর ছক কষছে, কুড়মিদের সঙ্গে মাহাতোদের বিবাদ লাগিয়ে দিচ্ছে। এসব নিয়েও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন-দিদির হাত ধরেই নয়া ভোর আদিবাসীদের : বীরবাহা
বিশ্ব আদিবাসী দিবসে কুড়মি নেতাদের পাশে নিয়ে এভাবেই শান্তি ও উন্নয়নের পক্ষে সওয়াল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, একটা সময় এখানে লাশ পড়ত! ভালবাসা দিয়ে জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছি! আগে ঝাড়গ্রামে আসতাম, রাস্তায় গর্তের পর গর্ত। আর এখন ঝকঝকে রাস্তা। ঝাড়গ্রাম থেকে বাঁকুড়ার ঝিলিমিলি, কত সহজে পৌঁছে যাওয়া যায়।’ জঙ্গলমহলে দীর্ঘদিন ধরেই কুড়মি সমাজের দাপট। সাম্প্রতিক কালে কুড়মিদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ক্রমাগত উসকানি দিয়েছে বিজেপি।
আরও পড়ুন-ওয়াকফ সম্পত্তি ৩ সদস্যের কমিটি গঠন করল রাজ্য
এদিন কুড়মিদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কুড়মি ও জাকাত মাঝি পরগনার সদস্যদের সঙ্গে আমি কাল দেখা করেছি। আমার ওপর আস্থা রাখার কথা বলছি। কুড়মি ভাষা নিয়ে ওঁদের দাবির কথা শুনেছি। কিন্তু দয়া করে কোনও সম্প্রদায় নিজেদের মধ্যে লড়াই করবেন না। উন্নয়ন যা দরকার হবে, আমি করে দেব। কারও কথায় প্ররোচিত হবেন না। আমায় তাঁরা কথা দিয়েছে, কোনও ঘেরাও, কোনও আন্দোলন করবে না। কুড়মিদের মধ্যে এমন একজন নেতা রয়েছে যে বিজেপির থেকে টাকা নিয়ে অনেক সম্পত্তি করেছে। নির্বাচন সামনে এলেই সে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে।’ এক সময় এই জঙ্গলমহল জুড়ে কীভাবে অশান্তির আগুন জ্বলে উঠেছিল সে কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তবে সে সব দিন পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জমানায় বদলেছে জঙ্গলমহল। অশান্তির শেষে শান্তি ফিরেছে জঙ্গলমহলে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…