ইন্দোরের পিচ নিয়ে পিছু হটল আইসিসি

ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিজের রিপোর্টে ইন্দোরের পিচকে খারাপ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন।

Must read

দুবাই, ২৭ মার্চ : বিসিসিআইয়ের আবেদনে সাড়া দিয়ে ইন্দোরের পিচ নিয়ে সিদ্ধান্ত বদল করল আইসিসি। জানিয়ে দিল, পিচ খারাপ নয় মাঝারি মানের ছিল। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের আসর বসেছিল ইন্দোরে। ম্যাচের প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করেছিল। শেষ পর্যন্ত টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-কাটোয়ার মুস্থুলীতে ব্রহ্মাণীর পুজো ও মহোৎসব ঘিরে উৎসাহ

ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিজের রিপোর্টে ইন্দোরের পিচকে খারাপ আখ্যা দেওয়ার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্টও দিয়েছিলেন। এর ফলে এক বছরের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারবে না ইন্দোর।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইসিসির দ্বারস্থ ভারতীয় বোর্ড। বিসিসিআইয়ের আবেদন খতিয়ে দেখার জন্য দুই সদস্যের বিশেষ কমিটি গড়েছিল আইসিসি। ইন্দোর টেস্টের ফুটেজ পরীক্ষা করেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান এবং আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সদস্য রজার হার্পার।

আরও পড়ুন-বিলকিসের ধর্ষকদের মুক্তি, কেন্দ্র ও গুজরাত সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

এর পর তাঁরা সিদ্ধান্ত নেন, বল ঘুরলেও পিচে কোনও অস্বাভাবিক বাউন্স ছিল না। যা ম্যাচ রেফারির রিপোর্টে বলা হয়নি। আইসিসির প্যানেল সিদ্ধান্ত নিয়েছে, ইন্দোরের পিচ মাঝারি মানের। তাই তিনের বদলে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারবে ইন্দোর।

Latest article