প্রতিবেদন : চাঞ্চল্যকর মোড় নিল মেঙ্গালুরু বিস্ফোরণের ঘটনা। সোমবার কর্নাটক পুলিশের আধিকারিক অলোক কুমার জানিয়েছেন, মেঙ্গালুরুতে নাশকতার মূলচক্রী শারিক আইসিসের আদর্শে অনুপ্রাণিত। একাধিক হ্যান্ডেলারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল। ডার্ক ওয়েবের মাধ্যমে হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত সে।
আরও পড়ুন-বিজেপির ধর্মীয় রাজনীতির থাবা থেকে রক্ষা নেই শীর্ষ বিজ্ঞানকেন্দ্রেরও
শারিক এবং তার ঘনিষ্ঠ বেশ কয়েকজন আইসিসের ছায়া সংগঠন আল হিন্দের সদস্য। ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, বর্তমানে আরাফত আলি নামে এক হ্যান্ডেলারের সঙ্গে কাজ করছিল শারিক। আরাফতের বিরুদ্ধেও দু’টি নাশকতার অভিযোগ রয়েছে। আবদুল মাতিন তাহাও ছিল শারিকের হ্যান্ডেলার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, শারিক আইসিসের ভাবধারায় অনুপ্রাণিত হয়েই নাশকতা ঘটনোর চেষ্টা করে। ইতিমধ্যেই পুলিশ মেঙ্গালুরু ও সংলগ্ন ৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে। উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির কাঁচামাল।