দুবাই, ২০ জানুয়ারি : আইসিসির (ICC) পুরুষদের টেস্ট দলে জায়গা হল না বিরাট কোহলির। রোহিত শর্মা ছাড়া টেস্ট দলে সুযোগ পেয়েছেন ভারতের ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন। মেয়েদের একদিনের দলে ডাক পেয়েছেন দুই ভারতীয় মিতালি রাজ ও ঝুলন গোস্বামী। এই দলের অধিনায়ক করা হয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার হিদার নাইটকে।
বৃহস্পতিবার আইসিসির (ICC) পক্ষ থেকে দুটি দলই ঘোষণা করা হয়েছে। গতবছর নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় বিরাটের টেস্ট দলে জায়গা হয়নি। রোহিত ও ঋষভ গতবছর যথাক্রমে ৯০৬ ও ৭৪৮ রান করে টেস্ট দলে সুযোগ পেয়েছেন। এদিকে, আশ্বিন ৯টি ম্যাচে নেন ৫৪টি উইকেট। পুরুষদের টেস্ট দলের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। মেয়েদের একদিনের দলে ভারতের দু’জন ক্রিকেটার ছাড়াও অস্ট্রেলিয়ার একজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের দু’জন করে ক্রিকেটার রয়েছেন। ২০২১-এর পারফরম্যান্সের ভিত্তিতে এই দলকে বেছে নেওয়া হয়েছে। মিডল অর্ডারে নাইট টানবেন এই দলকে। গতবছর অসাধারণ খেলেছেন নাইট। করেন ৪২৩ রান। নিয়েছেন পাঁচটি উইকেটও।
আরও পড়ুন-পর্দায় পুতুলনাচের ইতিকথা
মিতালিও গতবছর ৪২৩ রান করেন। গড় ছিল ৪২.৩০। সেঞ্চুরি না করলেও মিতালি ছ’টি হাফ সেঞ্চুরি করেছেন। তাঁর এই রান এসেছে মূলত চাপের মুখে। এদিকে, ৩৯ বছরের ঝুলন এখনও নিজেকে প্রমাণ করে যাচ্ছেন। গত মরশুমে তিনি ১৫টি উইকেট নিয়েছেন ৩.৭৭ ইকোনমি রেট নিয়ে। ভারতীয় বোলিংয়ের নেতৃত্ব এখনও তাঁর হাতে।