বুদ্ধি হারিয়ে ফেলেছিল রাহুল : সানি

Must read

মুম্বই, ২০ জানুয়ারি : কে এল রাহুলকে দেখে তাঁর মনে হয়েছিল বুদ্ধি হারিয়ে ফেলেছে! পার্ল-এ প্রথম একদিনের ম্যাচে ৩১ রানে হারের পর এভাবেই ভারতীয় অধিনায়ককে বিঁধলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। রোহিত শর্মা চোটের জন্য না থাকায় এই সিরিজে ভারতের নেতৃত্ব দিচ্ছেন রাহুল। প্রথম ম্যাচে বাভূমা ও দুসেন ২০৪ রানের পার্টনারশিপ খেলে দক্ষিণ আফ্রিকাকে শুধু চাপমুক্ত করেননি, জিতিয়েও দিয়েছেন।

আরও পড়ুন-আইসিসি টেস্ট দলে রোহিত, ঋষভ ও অশ্বিন, মেয়েদের ওডিআই দলে মিতালি ও ঝুলন

প্রাক্তন বিশ্বসেরা ওপেনার এই পার্টনারশিপের মুহূর্তে রাহুলের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি (Sunil Gavaskar) বলেন, ওই সময় রাহুলকে দেখে তাঁর মনে হয়েছিল বুদ্ধি হারিয়ে ফেলেছেন। সানি বলেন, তখন বুমরা ও ভুবনেশ্বর কুমারের মতো স্পেশালিস্ট ডেথ ওভার বোলার হাতে ছিল। রাহুলের উচিত ছিল এদের দিয়ে ৫-৬ ওভার বল করিয়ে যাওয়া। বল দেওয়া যেত ভেঙ্কটেশ আইয়ারকেও। তবে তিনি বলেন, রাহুল সবে অধিনায়ক হিসেবে শুরু করেছেন। হয়তো দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবেন। ভাল করতে পারেন তৃতীয় ম্যাচেও।

এদিকে, প্রথম ম্যাচে ৭৯ রান করা শিখর ধাওয়ানের খুব প্রশংসা করেছেন কিংবদন্তি এই ওপেনার। সানির মতে, শিখর ৫০ ওভারের ম্যাচে নিয়মিত রান করছেন। তাঁর সমস্যা হচ্ছে টি-২০ ম্যাচ নিয়ে। সানির বক্তব্য হল, শিখর যখন ৫০ ওভারের ম্যাচে রান করছেন, তখন তাঁকে নিয়ে বেশি কথা বলার দরকার নেই।

Latest article