দুবাই : রবিবার আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো (World cup Logo) প্রকাশ্যে আনল আইসিসি (ICC)। ১২ বছর আগে আজকের দিনেই দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। এবারও ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। তাই লোগো প্রকাশের জন্য এই দিনটাই বেছে নিল আইসিসি (ICC)। ট্যুইটার অ্যাকাউন্টে বিশ্বকাপের লোগো প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা লিখেছে, ‘‘মহেন্দ্র সিং ধোনি ছয় মেরে ভারতকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ঠিক ১২ বছর আগে। ২০২৩ সালের বিশ্বকাপের লোগো উদ্বোধনের জন্য তাই এই দিনটাই বেছে নেওয়া হল।’’ প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর।
আরও পড়ুন- বিশ্বজয়ের এক যুগ, স্মৃতিচারণায় বিরাট