টর্নেডোর বলি ২৬

Must read

ফের টর্নেডোর (US- Tornado) দাপটে বিপর্যস্ত আমেরিকার একাধিক শহর। রবিবার সকাল পর্যন্ত সেদেশে টর্নেডোয় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬। বেশ কয়েকজন নিখোঁজ। পুলিশ ও উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। টর্নেডোর (US- Tornado) দাপটে ভেঙে পড়েছে বহু বাড়ি। ভয়ঙ্কর ঝড় ও প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ এবং পশ্চিম-মধ্য আমেরিকা। শুক্রবার থেকেই শুরু হয় টর্নেডো। ঝড় থামলেও রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি চলেছে। মিসিসিপি, আলবামা-সহ আটটি প্রদেশ এই বিপর্যয়ের মুখে পড়েছে। ভেঙে পড়েছে বহু বাড়ি। ভেঙে পড়েছে গাছ। নিখোঁজ বহু। জারি জরুরি অবস্থা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টেনেসেসে প্রদেশে একটি হাই স্কুলের ছাদ ভেঙে পড়েছে। জানলাগুলিও উড়িয়ে নিয়ে গিয়েছে প্রবল ঝড়। আরকানাসাসের এক বাসিন্দা জানিয়েছেন, ঘরের ভিতরে থাকা অবস্থায় বাইরের তাণ্ডব টের পেয়ে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। বাইরে বেরিয়ে দেখেন চারপাশে রক্তাক্ত মানুষের ভীত, সন্ত্রস্ত দৌড়।

আরও পড়ুন- কেন্দ্রের স্বৈরাচারী সরকার আর নেই দরকার

Latest article