ব্যুরো রিপোর্ট: তুষারে ঢাকল সিকিম। শুক্রবার সকাল থেকে লাচেন-লাচুং-সহ বিস্তীর্ণ এলাকা তুষারের সাদা চাদরে ঢেকে যায়। একই সঙ্গে হালকা তুষারপাত হয় সান্দাকফুতেও (Sandankhphu)। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে শুরু হয় শিলাবৃষ্টি। মূলত পশ্চিমি ঝঞ্ঝার পাশাপাশি পুবালি হাওয়ার দাপটে আবহাওয়ার এই পরিবর্তন। সমতলের শিলিগুড়িতেও হালকা বৃষ্টি শুরু হয় দুপুর থেকে। তাপমাত্রাও সর্বত্রই খানিকটা কমে আসে। রাতেও হালকা বৃষ্টি হয়। রবিবার বিকেল থেকে অল্পস্বল্প তুষারপাত হয় দার্জিলিংয়ে। উত্তর এবং পূর্ব সিকিমেও হয় তুষারপাত। সান্দাকফু, ফালুট এবং চাইগার হিলেও অল্পমাত্রায় তুষারপাত হয়। শুক্রবার ফের তুষারে ঢাকে সান্দাকফু (Sandankhphu)। রাস্তাঘাট থেকে বাড়িঘর সবই ঢেকে যায় বরফের চাদরে। ফলে পর্যটকরা ভীষণ খুশি। করোনা মোকাবিলা করে ছন্দে ফিরতেই পাহাড়ে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। এরই মধ্যে পর-পর তুষারপাত পর্যটকদের কাছে বাড়তি পাওনা।