ভাঙল প্রজাতান্ত্রিক মোর্চা এগিয়ে তৃণমূল

Must read

সংবাদদাতা, দার্জিলিং : পুর-নির্বাচনের প্রচারের শেষ দিনে দল ভাঙল অনীত থাপার। শুক্রবার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা থেকে দার্জিলিং মহকুমার সহ-সভাপতি ভরত তামাং-সহ আরও ৮ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং হিল সভানেত্রী শান্তা ছেত্রি ও দার্জিলিং পুর-নির্বাচনের অবজারভার তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চেয়ারম্যান অলক চক্রবর্তী যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। ছিলেন পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং এবং এন বি খাওয়াস। যোগদানের পর ভরত তামাং বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড়ে এসেছে উন্নয়ন। আমরা সেই উন্নয়নযজ্ঞে শামিল হতে চাই। কারণ মানুূষের জন্য কাজ করা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) থেকেই সম্ভব।’’ অলক চক্রবর্তী বলেন, ‘‘আগামীদিনে পাহাড়ে আরও উন্নয়ন দেখতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে। তাই তাঁরা এগিয়ে এসেছেন। প্রচারেই পাহাড়বাসী জানিয়েছেন বিপুল সমর্থন।’’

Latest article