মৎস্যজীবীদের জন্য পরিচয়পত্র

Must read

প্রতিবেদন : পূর্ব মেদিনীপুর জেলার সব মৎস্যজীবীর জন্য এবার আইডেন্টিটি কার্ড (Identity card for fisherman) বা পরিচয়পত্রের ব্যবস্থা করার অনুরোধ জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কাঁথির পিকে কলেজ মাঠের জনসভায় ভাষণ চলাকালীন মঞ্চ থেকেই তিনি রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে (Minister Biplab Roy Chowdhury) উদ্দেশ্য করে বলেন, এই জেলায় এত মৎস্যজীবী আছেন। তাঁদের যদি একটা আইডেন্টিটি কার্ডের (Identity card for fisherman) ব্যবস্থা করা যায় তাহলে ভাল হয়। রাজ্য সরকার তাঁদের জন্য অনেক কাজ করছে। অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার তাঁদের পরিচয়পত্রের জন্য উদ্যোগ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাছের খাবারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বাড়তে বাড়তে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। এর সুরাহা আমরাই করেছি। মাছ চাষ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছিল। ছিল বিদ্যুতের সমস্যা। আলাদা ট্রান্সফরমার বসিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এই জেলায় বিপুল সংখ্যক মৎসজীবীর বাস। এ প্রসঙ্গ টেনে তিনি বিজেপি সাংসদ পরেশ রাওয়ালকে (Paresh Rawal) নিশানা করেন। বলেন, বাঙালিদের মাছ খাওয়া নিয়ে উনি ব্যঙ্গ-বিদ্রুপ করছেন। এই জেলায় এতজন মৎস্যজীবী আছেন। আপনারাই বলুন, বাঙালিদের মাছ খাওয়া নিয়ে এই ব্যঙ্গ-বিদ্রুপ করা আপনারা মানবেন? এই জেলায় প্রায় দশ লক্ষের কাছাকাছি মৎস্যজীবী আছেন। এবার দুয়ারে সরকার শিবিরে প্রায় সাত লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত হয়েছে। তার মধ্যে প্রায় দু’লক্ষই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার বলেই জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-শুভেন্দু কেন ৮০ শতাংশ গালাগাল খায়? যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে  ব্যাখ্যা দিলেন কুণাল 

Latest article