প্রতিবেদন : সাধারণ মানুষের স্বার্থ রাজ্য সরকারের অগ্রাধিকার। তাই বিদ্যুতের দাম কমানোর ঐকান্তিক চেষ্টা করা হচ্ছে। রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। দেউচা-পাঁচামিতে (Deucha Pachami) কয়লা খনি চালু হয়ে গেলে রাজ্যের এই উদ্যোগ আরও গতি পাবে বলেই আস্থাপ্রকাশ করেছেন তিনি। বিদ্যুৎমন্ত্রীর বক্তব্য, দেউচা-পাঁচামির (Deucha Pachami) কাজ শেষ হয়ে গেলে সুবিধা হবে। বিদ্যুতের বিল কমানোর যথাসাধ্য চেষ্টা করবে রাজ্য। বিধানসভা অধিবেশনে বুধবার বিদ্যুৎ বিল সংক্রান্ত প্রশ্নটি করেছিলেন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। জবাব দিতে গিয়ে রাজ্যের ইতিবাচক, মানবিক ভূমিকার কথা তুলে ধরার পাশাপাশি প্রশ্নকর্তাকে কটাক্ষ করতেও ছাড়েননি অরূপ। বিজেপিশাসিত রাজ্যগুলির বিদ্যুতের দাম নিয়ে রীতিমতো তথ্য-পরিসংখ্যান দিয়ে আক্রমণ শানান তিনি। তাঁর কথায়, যিনি প্রশ্ন করলেন তাঁকে বলব, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও! কারণ, উত্তরপ্রদেশে বিদ্যুতের মাশুল ইউনিট-প্রতি ৭ টাকা ৫৪ পয়সা। কর্নাটকে ৮ টাকা ৪২ পয়সা। অসমে ৭ টাকা ৫৫ পয়সা। বিদ্যুৎমন্ত্রীর ইশারা যে বিজেপিশাসিত রাজ্যগুলির দিকেই, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। এই প্রেক্ষিতেই মন্ত্রী বিধানসভায় গর্বের সঙ্গে ঘোষণা করেন, রাজ্যে এখন লোডশেডিং নেই। কোনও যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ চলে গেলে আমরা দ্রুত সমাধান করি।
আরও পড়ুন-শিয়ালদহ মেট্রো রেল শুরুর প্রহর গুনছে