শিয়ালদহ মেট্রো রেল শুরুর প্রহর গুনছে

Must read

প্রতিবেদন: বাস্তবের আরও কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন (Sealdah Metro Station)। স্টেশনের পরিকাঠামোর কাজও প্রায় শেষ। বাইরের অংশে সামান্য কিছু কাজ বাকি। যুদ্ধকালীন তৎপরতায় তাও শেষ করার চেষ্টা চলছে। এরই মধ্যে সোমবার চলে এসেছে দমকলের ছাড়পত্র। ফলে স্টেশন চালু করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল মেট্রো। দমকল সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগেই অগ্নিনির্বাপণ দফতরের একটি টিম স্টেশন পরিদর্শন করে। তার ভিত্তিতেই ফায়ার সেফটি সার্টিফিকেট দেওয়া হয়েছে মেট্রোকে। শিয়ালদহ মেট্রো স্টেশন যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তায় কতটা প্রস্তুত, তার খুঁটিনাটি খতিয়ে দেখতে বুধবার থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিদর্শন শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা। এখন বাকি শুধু তাঁদের আনুষ্ঠানিক অনুমোদন। তা পেলেই গড়াতে শুরু করবে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রোর চাকা। মেট্রো কর্তৃপক্ষও যত দ্রুত সম্ভব শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালাতে মরিয়া। এই অবস্থায় বুধবার থেকে শুরু হল রেলওয়ে সেফটির চূড়ান্ত পর্বের পরিদর্শন। বুধবারের পর বৃহস্পতিবারও এই পরিদর্শন চলবে বলে আগেই জানিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। এরপরই মিলবে চূড়ান্ত অনুমোদন। আপাতত যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শহরবাসী। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রো পুরোদমে চালু হয়ে গেলেই বদলে যাবে গোটা কলকাতা শহরের পরিবহণ ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই রুটের শিয়ালদহ স্টেশন (Sealdah Metro Station)। প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী এই মেট্রো স্টেশন ব্যবহার করবেন এমনই আশা মেট্রো কর্তৃপক্ষের। শিয়ালদহে মেট্রো আর রেল স্টেশন একেবারেই গায়ে গায়ে। যাত্রীদের সুবিধায় বাড়তি নজর দেওয়া হয়েছে। এখানে মাটির প্রায় ১৬.৫ মিটার নিচে থাকছে মেট্রোর লাইন। শিয়ালদহের পূর্ব দিকে ফুলবাগান, পশ্চিমদিকে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। শহরতলির বিভিন্ন জায়গা থেকে দলে দলে যাত্রী এসে মেট্রো ধরবেন। ফলে যাতায়াতের জন্য থাকছে প্রশস্ত জায়গা। মেট্রো স্টেশন থেকে শিয়ালদহ রেল স্টেশনের মেন এবং সাউথ সেকশনে যাওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। যাত্রীদের জন্য স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে বিভিন্ন দিকেও থাকছে একাধিক সিঁড়ি। স্টেশনে থাকছে ১৮টি এসক্যালেটর, ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থাযুক্ত কয়েকটি কাউন্টারও থাকছে। এ-ছাড়াও বসানো হয়েছে ৫টি লিফট। স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা তিনটি। স্টেশনের অন্দরসজ্জার কাজও প্রায় শেষ।

আরও পড়ুন-রাজ্যের পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা মুখ্যমন্ত্রীর

Latest article