জাতীয়

ফের বিস্ফোরক নির্মলার স্বামী, মোদি ফিরলে দেশের হাল হবে মণিপুরের মতো

প্রতিবেদন : আবার বোমা ফাটালেন মোদির কিচেন ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। রীতিমতো চাঁচাছোলা ভাষায় বলে দিলেন, বিজেপি ক্ষমতায় ফিরলে দেশের হাল হবে মণিপুরের মতো। এখানেই থামেননি তিনি। তাঁর সতর্কবার্তা, নরেন্দ্র মোদি যদি এই নির্বাচনে জিতে যান, তা হলে ভারতে আর কোনও নির্বাচন আশা না করাই উচিত। পরিবর্তন করা হবে সংবিধান। যে সমস্ত ঘৃণাভাষণ এখন মিটিং-মিছিলে শোনা যায়, ভবিষ্যতে তা শোনা যাবে লালকেল্লায়। স্বাভাবিকভাবেই আবার গভীর অস্বস্তিতে মোদি এবং তাঁর গেরুয়া দল।

আরও পড়ুন-চার এজেন্সি কর্তাকে এখনই সরাতে হবে, পাশে অন্যরাও

কারণ, মাত্র কিছুদিন আগেই এই প্রভাকর মন্তব্য করেছিলেন, নির্বাচনী বন্ড শুধুমাত্র ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। এটা এখন বুঝতে পারছেন মানুষ। এই কারণেই কেন্দ্রকে কড়া শাস্তি দেবেন ভোটাররা। শিক্ষা দেবেন বিজেপিকে। নিজের দলেরই অর্থমন্ত্রীর স্বামীর এমন মন্তব্যে ব্যাপক ফ্যাসাদে পড়ে যান মোদি। তাৎপর্যপূর্ণভাবে এর পরেই নির্মলা সীতারমন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে তীব্র অনীহা প্রকাশ করেন নির্মলা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যেও তীব্র কৌতূহল দেখা দেয়। যোগসূত্র খুঁজতে বসেন স্বামী-স্ত্রীর মন্তব্যের মধ্যে। ক’দিন যেতে না যেতেই আবার বিস্ফোরক প্রভাকর।

আরও পড়ুন-সিঙ্গুরে দাঁড়িয়ে অভিষেকের স্পষ্ট বার্তা, ধনরামের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চাই

লক্ষণীয়, তাঁর এই মন্তব্যের ভিডিও ভাইরালও হয়েছে উল্কাগতিতে। ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, কোনও এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেই এবারে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন তিনি। তাঁর কথায়, নানা জায়গায় শোনা যাচ্ছে নানা আপত্তিকর মন্তব্য। একে মারো, ওকে কাটো কিংবা পাকিস্তানে চলে যাও। এসব কী? ধর্মসংসদ থেকেও যে ধরনের ঘৃণাসূচক বার্তা দেওয়া হচ্ছে, তাও যথেষ্ট উদ্বেগের কারণ। লোকসভা নির্বাচনের মুখে এমন অস্বস্তিকর পরিস্থিতির সামাল দেওয়া যাবে কীভাবে, তা ভেবে সত্যিই কূলকিনারা পাচ্ছে না গেরুয়া নেতৃত্ব।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 minute ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago