প্রতিবেদন : রাজ্যের পাওনা ৯৭০০০ কোটি টাকা কেন্দ্র মিটিয়ে দিলে আগামী ৫ বছর পেট্রোল-ডিজেলের ওপর কোনও কর নেবে না রাজ্য। বুধবার স্পষ্ট ভাষায় এ-কথা জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, নিজের অপদার্থতার দায়ভার রাজ্যগুলির ওপরে চাপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে বলব, মিথ্যে কথা বলা বন্ধ করুন। এদিন যৌথ সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ এবং রাজ্যসভার সাংসদ জহর সরকার। মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করে কুণাল অভিযোগ করেন, উনি আজ বৈঠকের নামে একতরফা প্রচার চালিয়েছেন। ভার্চুয়াল বৈঠককে একতরফা প্রচারমঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলিকে পাওনার চেয়ে বেশি টাকা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ বেড়েই চলেছে। অথচ বিপুল ধারদেনা মাথায় নিয়ে সরকারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবু মূল্যবৃদ্ধি করেননি। মোদি দাম বাড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কমাচ্ছেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ এপ্রিল তৃণমূল ছাত্র পরিষদ মিছিল করবে বলে জানিয়েছেন তিনি। মোদির বিরুদ্ধে অভিযোগের সমর্থনে রীতিমতো তথ্য পেশ করে দেখিয়ে দেন কুণাল। এই মুহূর্তে কেন্দ্র পেট্রোলে ২৫ শতাংশ কর বেশি নিচ্ছে। ডিজেলে নিচ্ছে ৫৪ শতাংশ অতিরিক্ত কর। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত ১৭ লক্ষ ৩১ হাজার ২৪২ কোটি টাকা তুলেছে। এটা ঘুরিয়ে দেশের মানুষের ওপরে চাপানো হচ্ছে।
আরও পড়ুন: কানু সান্যালের বাড়ি দখলের অভিযোগ মিলতেই পুলিশকে আইনি পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর
জহর সরকার প্রশ্ন তোলেন, করোনার সময়ে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা কর্পোরেট হাউসকে দেওয়া হলেও ক’টা শিল্প এসেছে? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্রের কটাক্ষ, বুধবার যা হয়েছে তাকে বৈঠক বলা যায় না। এটা আসলে মন কি বাত।