প্রতিবেদন : নীতীশ কুমার সরে আসায় বিহারে বড় ধরনের ধাক্কা খেতে চলেছে বিজেপি। আগামী লোকসভা নির্বাচনে গতবারের তুলনায় বিহারে অনেকটাই কমতে পারে বিজেপির আসন। সি-ভোটারের সদ্য করা এক সমীক্ষায় এই তথ্য মিলেছে। পাশাপাশি ওই সমীক্ষায় থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা তেজস্বী যাদব। নীতীশকে নয়, বিহারবাসী তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন। সি ভোটারের সমীক্ষা বলছে, ২০১৯ লোকসভা নির্বাচনে বিহারে ৫৪ শতাংশ ভোট পেয়েছিল এনডিএ।
আরও পড়ুন-মহারাষ্ট্রে আয়কর হানায় উদ্ধার ৩৯০ কোটির সম্পত্তি
৪০টি আসনের মধ্যে ৩৯টিই গিয়েছিল তাদের দখলে। কিন্তু এখনই ভোট হলে বিহারে এনডিএ-র ১৩ শতাংশ ভোট কমবে। তারা পাবে ৪১ শতাংশ ভোট। এনডিএ পেতে পারে বড়জোর ১৪টি আসন। অন্যদিকে এখনই ভোট হলে মহাজোটের ভোট বাড়বে প্রায় ১৫ শতাংশ। ফলে মহাজোটের আসনসংখ্যা ১ থেকে বেড়ে হতে পারে ২৬। এদিকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তেজস্বীকে পছন্দ ৪৩ শতাংশ মানুষের। মহিলা, ওবিসি, মুসলিম সব সম্প্রদায়ের মধ্যেই সর্বাধিক জনপ্রিয় নেতা তেজস্বী। নীতীশকে পছন্দ করছেন ২৪ শতাংশ মানুষ। বিজেপির কোনও নেতাকে মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাইছেন মাত্র ১৯ শতাংশ মানুষ।