মহারাষ্ট্রে আয়কর হানায় উদ্ধার ৩৯০ কোটির সম্পত্তি

কর ফাঁকি অভিযোগ ওঠায় মহারাষ্ট্রের জালনা ও ঔরঙ্গাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ ৫৬ কোটি টাকা এবং ৩২ কেজি সোনা

Must read

প্রতিবেদন : আয়কর দফতরের হানা মহারাষ্ট্রে। কর ফাঁকি অভিযোগ ওঠায় মহারাষ্ট্রের জালনা ও ঔরঙ্গাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নগদ ৫৬ কোটি টাকা এবং ৩২ কেজি সোনা। এছাড়াও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তির নথি। বাজেয়াপ্ত মোট সম্পত্তির পরিমাণ ৩৯০ কোটি টাকা।

আরও পড়ুন-আদানির নিরাপত্তা

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১ থেকে ৮ তারিখের মধ্যে মূলত জালনা ও ঔরঙ্গাবাদের একাধিক জায়াগায় ইস্পাত, কাপড় ও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে অভিযান চালান আয়কর দফতরের নাসিক শাখার আধিকারিকরা। আয়কর দফতরের ২৬০ জন কর্মী পাঁচটি দলে ভাগ হয়ে দু’টি শহরে অভিযান চালান। মোট ১৩ ঘণ্টা ধরে অভিযান চলে। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর ফাঁকির ব্যাপারে উপযুক্ত তথ্য মেলার পরেই এই অভিযান চালানো হয়। গত কয়েক মাস ধরে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন রাজ্যে সক্রিয় হয়ে উঠেছে। নেতা-মন্ত্রী থেকে শুরু করে সাধারণ সরকারি কর্মীর বাড়িতেও অভিযান চলছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। যে অভিযোগে বিরোধী দলগুলির নেতারা কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের আওতায় আসছেন সেই একই অভিযোগ থাকলেও বিজেপি নেতাদের সম্পর্কে চোখ বুজে থাকছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Latest article