আদানির নিরাপত্তা

অভিযোগ, কেন্দ্র বেছে বেছে সেই সব শিল্পপতিদের নিরাপত্তার ব্যবস্থা করছে যারা বিজেপিপন্থী বা বিজেপি সরকারের সমর্থক।

Must read

বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। গোয়েন্দা দফতর সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দেওয়া এক রিপোর্টে জানায়, গৌতম আদানির ওপর হামলার আশঙ্কা রয়েছে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই স্বরাষ্ট্রমন্ত্রক এই শিল্পপতির জন্য জেড ক্যাটগরির নিরাপত্তা বরাদ্দ করেছে। ফলে গৌতম আদানিকে ঘিরে থাকবে ৩০ জন সশস্ত্র জওয়ান।

আরও পড়ুন-দিল্লিতে রোজ গড়ে ছটি ধর্ষণ, বলছে পুলিশের রিপোর্ট

তবে নিরাপত্তারক্ষীদের জন্য যাবতীয় খরচ এই শিল্পপতিকেই বহন করতে হবে। এর আগে মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানিকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, কেন্দ্র বেছে বেছে সেই সব শিল্পপতিদের নিরাপত্তার ব্যবস্থা করছে যারা বিজেপিপন্থী বা বিজেপি সরকারের সমর্থক।

Latest article