কেন্দ্রর তরফে নাম না এলে অস্থায়ী ডিজি নিয়োগ করতে চলেছে নবান্ন

Must read

আজ, মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র অবসর নিচ্ছেন। কিন্তু, বীরেন্দ্রর পরিবর্তে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে কে আসছেন, তা এখনও পর্যন্ত জানা নেই নবান্নের। রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়ম মেনে মাস দুয়েক আগেই নতুন ডিজির জন্য ২১ সিনিয়র আইপিএস অফিসারের তালিকা দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে পাঠানো হয়েছিল।

৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন দক্ষ আইপিএস অফিসারদের নামই পাঠানো হয়েছিল। সেখান থেকে বেছে রাজ্যকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি কমিটির। আর ওই তিন অফিসারের মধ্যে থেকে রাজ্য সরকার একজনকে ডিজি হিসেবে নিয়োগ করবে। এটাই প্রথা। কিন্তু সেই নাম এখনও আসেনি বলেই জানিয়েছে নবান্ন। কেন্দ্রের এমন উদাসীনতাকে একেবারেই ভালো ভাবে নিচ্ছে না রাজ্য।

নবান্ন সূত্রের খবর, রাজ্যের পাঠানো ২১ জন আইপিএস এর তালিকায় মনোজ মালব্য ,সুমন বালা সাহু, গঙ্গেশ্বর সিং, নীরজ নয়ন পান্ডের মতো সিনিয়র অফিসারদের নাম রয়েছে। নবান্ন সূত্রে খবর, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করা হবে। এরমধ্যে কেন্দ্রীয় সরকার কোনও তালিকা না পাঠালে রাজ্য অস্থায়ী ডিজির নাম ঘোষণা করবে।

Latest article