দল ব্যর্থ হলেই কথা ওঠে : গম্ভীর

অস্ট্রেলিয়া সফরের ড্রেসিংরুম বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর। তাঁর সাফ কথা, ভারতীয় দল ব্যর্থ হলেই ড্রেসিংরুম নিয়ে কথা ওঠে।

Must read

নাগপুর, ৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া সফরের ড্রেসিংরুম বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন গৌতম গম্ভীর। তাঁর সাফ কথা, ভারতীয় দল ব্যর্থ হলেই ড্রেসিংরুম নিয়ে কথা ওঠে। পুরোটাই গুজব।
প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর সিরিজের চতুর্থ টেস্ট হারের পর ভারতীয় ড্রেসিংরুমের গোলমালের খবর ছড়িয়ে পড়েছিল। গম্ভীর নাকি সেদিন ড্রেসিংরুমে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ক্রিকেটারদের। তাঁর বক্তব্য ছিল, পরিস্থিতি অনুযায়ী না খেলে ভারতীয় ব্যাটাররা নিজেদের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। এও শোনা গিয়েছিল, রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্তত দু’জন সিনিয়র ক্রিকেটার নেতৃত্ব পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

আরও পড়ুন-আমিই গ্রেটেস্ট, জোড়া গোলে বার্তা রোনাল্ডোর

যদিও গম্ভীরের বক্তব্য, ‘‘ভারতীয় ক্রিকেট এমনই। দল ব্যর্থ হলেই ড্রেসিংরুম নিয়ে অনেক কথা শোনা যায়। কিন্তু জিততে শুরু করলেই সব আবার ঠিক হয়ে যায়। পুরোটাই গুজব। ক্রিকেটাররা একসঙ্গে অনেক দিন ধরেই খেলছে। প্রত্যেকেই পেশাদার। তাই ঝামেলার কোনও প্রশ্নই ওঠে না।’’
এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচের টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে। সোমবারই ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যে অনলাইনে বিক্রি হয়ে গিয়েছিল। মঙ্গলবার ভারতের বাকি ম্যাচগুলির টিকিটও দ্রুত নিঃশেষ হয়ে যায়। আইসিসির ওয়েবসাইটে লেখা হয়েছে, ভারত-পাকিস্তান, ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। এমনকী, দুবাইয়ে যে সেমিফাইনাল হবে, তার টিকিটও শেষ।

Latest article