অতিশির বিরুদ্ধে দু’টি মামলা প্রতিহিংসাপরায়ণ বিজেপির

দিল্লি নির্বাচনের মুখেই আবার স্পষ্ট হয়ে গেল বিজেপির চক্রান্ত। বুধবার বহু প্রতীক্ষিত দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০ আসনে ভোটের প্রস্তুতিও চূড়ান্ত।

Must read

প্রতিবেদন: দিল্লি নির্বাচনের মুখেই আবার স্পষ্ট হয়ে গেল বিজেপির চক্রান্ত। বুধবার বহু প্রতীক্ষিত দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০ আসনে ভোটের প্রস্তুতিও চূড়ান্ত। ঠিক তার একদিন আগেই দিল্লির আপ মুখ্যমন্ত্রী অতিশির বিরুদ্ধে দু-দুটি মামলা দায়ের করল অমিত শাহর দিল্লি পুলিশ। একটি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। দ্বিতীয়টি, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই দুই আপ সমর্থকের পুলিশকে চড় মারার অভিযোগ। পুলিশের বক্তব্য, সোমবার গভীররাত থেকে মঙ্গলবার ভোররাতের মধ্যে ৬০-৭০ জন সমর্থককে সঙ্গে নিয়ে দিল্লির ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করছিলেন আপ মুখ্যমন্ত্রী। অন্তত ১০ গাড়ি-বোঝাই আপের কর্মী-সমর্থকরা ছিলেন অতিশির সঙ্গে। আপত্তি করে পুলিশ।

আরও পড়ুন-দল ব্যর্থ হলেই কথা ওঠে : গম্ভীর

সেখান থেকে চলে যেতে বলেন আপের লোকজনকে। মোবাইল বের করে ছবি তুলতে চেষ্টা করে পুলিশ। অভিযোগ, সেই সময় অতিশির উপস্থিতিতেই এক কনস্টেবলকে সপাটে চড় মারেন এক আপ সমর্থক। ইন্ধন জোগান আরও এক আপকর্মী। পুলিশের এই অভিযোগ কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কেজরিওয়ালের দল। তাদের পাল্টা অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনে মিথ্যা গল্প ফাঁদছে বিজেপি। আপের বিরুদ্ধে উসকানি দিচ্ছে পুলিশকে। গেরুয়া নেতৃত্বের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে অতিশি বলেছেন, রমেশ বিধুরির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনার বদলা নিতেই পুলিশ দিয়ে তাঁকে এবং আপের নেতা-কর্মীদের হেনস্থা করাচ্ছে বিজেপি।

Latest article