ভোটার কার্ড ও আধার সংযুক্ত না হলে চলে যাবে নাগরিক অধিকার!

মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর আমলে বিভিন্ন কাজের মধ্যে দুটি কাজকে ভারতীয় রাজনীতির মাইলফলক বলে উল্লেখ করেছেন সুশীল চন্দ্র।

Must read

প্রতিবেদন : ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা না হলে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হতে পারে। অবসরের প্রাক্কালে এমনই ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। শনিবার সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুশীল জানিয়েছেন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের বিষয়টি যে সম্পূর্ণ ঐচ্ছিক তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন কেউ মনে করলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করাতে নাও পারেন। কিন্তু তিনি কেন সেটা করছেন না সেই ব্যাপারে তাঁকে সুনির্দিষ্ট ও যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। সেই কারণ যদি যুক্তিযুক্ত না হয় তাহলে ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে।

আরও পড়ুন-ছাড়লেন জাখর

মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তাঁর আমলে বিভিন্ন কাজের মধ্যে দুটি কাজকে ভারতীয় রাজনীতির মাইলফলক বলে উল্লেখ করেছেন সুশীল চন্দ্র। তিনি বলেন, ১৮ বছর বা তার ঊর্ধ্বের ক্ষেত্রে আধার কার্ডের নথিভুক্তি বাধ্যতামূলক করা এবং এর জন্য বছরে চারটি দিন সুনির্দিষ্ট করা একটি উল্লেখযোগ্য কাজ। কারণ আগে বছরে একবার মাত্র এই সুযোগ মিলত। শুধুমাত্র ১ জানুয়ারি এই কাজ করা হত। ফলে মানুষকে প্রবল সমস্যায় পড়তে হত। কিন্তু তাঁর আমলে সরকার আরও তিনদিন এই কাজের জন্য বরাদ্দ করেছে। তাঁর অনুরোধ মেনেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছিল। দীর্ঘ ২০ বছর বিষয়টি বকেয়া পড়েছিল। দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয়টি হল, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ। কারণ নির্বাচনে জালিয়াতি রুখতে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

Latest article