মঙ্গলবারের পরে বুধবারও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের বিবাহ অনুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিনের এই জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পরে আর বিজেপি-র (BJP) জন প্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। পাশে থাকে তৃণমূল (TMC) আর রাজ্য সরকার।
আরও পড়ুন-নবদম্পতিদের রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা দিয়ে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়নি। এবারের উত্তরবঙ্গ সফরে সেই কথা উল্লেখ করে মমতা বলেন, ভোট নিয়ে চলে যায় বিজেপি। কিন্তু পরে তাদের আর দেখা যায় না। কিন্তু সারাবছর পাশে থাকে তৃণমূল। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে উপকৃত হন উত্তরবঙ্গের মানুষও। এদিন, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাকিগুলিও দেওয়া হবে। আর আদিবাসীদের জমি অধিগ্রহণ হলে তা ফেরানো হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-নতুন ইডেনের অপেক্ষা শুরু
উত্তরবঙ্গ জুড়েই রয়েছে বিভিন্ন চা-বাগান। এদিনর মঞ্চ থেকে রাজ্য সরাকের চা সুন্দরী প্রকল্পের অধীন বাগানে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জোর দেন পর্যটনে। জানান, হোমস্টে-র ব্যবস্থা করলে রাজ্য সাহায্য করবে। দেওয়া হবে এককালীন ১ লক্ষ টাকা। এর পাশাপাশি অন্যান্য জনহিতকর প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।