নবদম্পতিদের রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা দিয়ে আবেগে ভাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাধারণত সাদা খোলের সরু পাড় শাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত সবাই। তবে, এদিন তাঁর পরনে ছিল সাদা-সবুজ চেক শাড়ি।

Must read

মুখ্যমন্ত্রী হয়েও নিরাপত্তা নিয়ে বেশি মাতামাতি কাকখনৈ করে নি মাটি বন্দ্যোপাধ্যায়।। বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণের মধ্যে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। ২ দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন এই মুহূর্তে মমতা। মঙ্গলবার, আলিপুরদুয়ারে (Alipuduar) কর্মিসভার পরে এদিন দুপুরের হাসিমারায় আদিবাসী সমাজে গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-নতুন ইডেনের অপেক্ষা শুরু

সাধারণত সাদা খোলের সরু পাড় শাড়িতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে অভ্যস্ত সবাই। তবে, এদিন তাঁর পরনে ছিল সাদা-সবুজ চেক শাড়ি। সেটিও আদিবাসী সম্প্রদায়ের বোনা। ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। মমতাকে এভাবে পাশে পেয়ে আপ্লুত আলিপুরদুয়ার। রাজ্য পুলিশের তরফে এদিন গণবিবাহের আয়োজন করা হয়েছে। সেখানে ৫১০জন তরুণ-তরুণীর চারহাত এক হচ্ছে। মঞ্চে উঠে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-আজ গণবিবাহ

এই নবদম্পতিদের রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। সঙ্গে উপহারের ডালি সাজিয়ে দেন। এই সব দেখে আপ্লুত আলিপুরদুয়ার।

Latest article