নির্দিষ্ট স্টেশনে না উঠলেই এবার ট্রেনের টিকিট বাতিল!

শুধু তাই নয়, অনেকে তিন-চারটে স্টেশন পর থেকে উঠবেন জেনেও ট্রেন ছাড়ার স্টেশন থেকে টিকিট কেটে রাখেন। এবার আর সেই সুযোগ রইল না।

Must read

প্রতিবেদন : রেলের নয়া নিয়মে যাত্রী অসুবিধা বাড়ল। রেলের নয়া নিয়ম, যদি কোনও যাত্রী নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে উঠতে না পারেন, তবে তাঁকে অনুপস্থিত বলে ধরে নেওয়া হবে। ওই আসন তখন অপেক্ষমাণ তালিকাভুক্ত যাত্রীদের কাছে চলে যাবে। রেল সূত্র থেকে জানানো হয়েছে, নতুন নিয়মে এরপরেও কোনও আসন খালি পড়ে থাকলে সেক্ষেত্রে ওই একই ট্রেনের দূরবর্তী স্টেশনের যাত্রী, যাঁদের টিকিট নিশ্চিত হয়নি, এমন অপেক্ষমাণ তালিকা থেকে তাঁদের সুযোগ দেওয়া হবে। অনেকেই নির্দিষ্ট স্টেশনে উঠতে পারেন না। তখন আগের স্টেশনে ওঠেন। এবার থেকে তার আর সুযোগ রইল না। শুধু তাই নয়, অনেকে তিন-চারটে স্টেশন পর থেকে উঠবেন জেনেও ট্রেন ছাড়ার স্টেশন থেকে টিকিট কেটে রাখেন। এবার আর সেই সুযোগ রইল না।

আরও পড়ুন-এ-বছরের পুজো রিলিজ

উদাহরণ হিসেবে বলা যায়, হাওড়া স্টেশন থেকে দূরপাল্লার কোনও ট্রেন ছাড়ার পর যদি দেখা যায় সংরক্ষিত কামরার নির্দিষ্ট কোনও আসনের যাত্রী এসে পৌঁছতে পারেননি, তখন ট্যাবের মাধ্যমে অনুপস্থিত যাত্রীর বার্তা তখনই সার্ভারকে জানিয়ে দেওয়া হবে। এর ফলে নতুন করে ওই আসন বরাদ্দ করা হবে। এ ব্যাপারে টিকিট পরীক্ষকদের কাজের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ তাদের হাতে ট্যাব দিতে শুরু করেছে। রেল সূত্র থেকে জানা গিয়েছে, প্রায় ১০হাজার টিকিট পরীক্ষকদের ট্যাব দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও ১৮ হাজার টিকিট পরীক্ষকদের কাছে ট্যাব পৌঁছে যাবে।

Latest article