‘আপনারা কোল্ড স্টোরেজ থেকে বার না করলে আমি কম দামে সুফল বাংলার স্টোর থেকে বিক্রির নির্দেশ দেব’ সব্জিবাজারে দামের নিয়ন্ত্রণে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সোমবার নবান্নে টাস্ক ফোর্স, কৃষি বিপণন দফতরের সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

শীতের মরসুম শুরু হয়েছে। আর তার ঠিক আগেই বাজারে সব্জির দাম বেড়েই চলেছে। সোমবার নবান্নে টাস্ক ফোর্স, কৃষি বিপণন দফতরের সঙ্গে বৈঠক করে কিছু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানান, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় চড়া দামে শাকসব্জি বিক্রির খবর পেয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিয়ন্ত্রণ করতে হবে। এমনকি কোল্ড স্টোরেজ থেকে আলু বাজারে আনার কথা বলেছেন মমতা।

আরও পড়ুন-মোদির সভা শেষে ক্ষুব্ধ ভাড়াটে-দর্শকরা, ৫০০-র পরিবর্তে দেওয়া হয় ২৫০ টাকা

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম যা মানুষ বিপর্যয়ের মধ্যে আছে। পেট্রল এবং ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রভাব তো বাজারে পড়েছেই। তবু বলব, বাজার স্থিতিশীল আছে। তবে কিছু কিছু সব্জির দাম খুব বেশি।একটা বাঁধাকপির দাম কেন ৪০ থেকে ৫০ টাকা নেওয়া হচ্ছে?’

তিনি আরো বলেন, ‘এত টাকা দিয়ে সব্জি কেন বিক্রি হচ্ছে?’ বৈঠকে প্রতিনিধিদের উত্তরের ভিত্তিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা চালু (চালাক) আছেন। বাঁধাকপি ভারী বলে কেজিতে চলে গিয়েছেন!’ পালং শাক নিয়ে তিনি বলেন, ‘অন্য অনেক শাক হয়। সেগুলো দেখুন না। মামাবাড়িতে পুনকা শাক হয়। বর্ধমান, বীরভূমে ওই শাক পাওয়া যায়। রসুন দিয়ে পুনকা শাক রান্না করলে গলগল করে ভাতের সঙ্গে গলায় চলে যায়। মামাবাড়ি থেকে ওই শাক আসে বলে আমি জানি।’

আরও পড়ুন-ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগরতলায় মিছিল তৃণমূল কংগ্রেসের

টাস্ক ফোর্সের কাছে এদিন মমতা বলেন, ‘আলু কেন বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে? দরকারে ‘সুফল বাংলা’য় বিক্রি করুন। আজ নবান্নে মিটিং আছে বলে ১৫ টাকা হয়ে গিয়েছে। তার আগে মনে হয় ২৫ টাকা ছিল। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করুন। বাঙালি আলুভাতে খেলে খুশি। ইউপির আলু খাওয়ার দরকার কী! এখানকার চাল খান, আলুও এখানকার খান। হজম ভাল হবে। এর পরে আলু বিক্রি না হলে বলবেন গভর্নমেন্ট তুমি নাও। কোথায় নেবে? আপনারা কোল্ড স্টোরেজ থেকে বার না করলে আমি কম দামে সুফল বাংলার স্টোর থেকে বিক্রির নির্দেশ দেব।’

Latest article